ঢাকা: জেরার্ড পিকের শাস্তি কমানোর জন্য বার্সেলোনার আপিলে সায় দেয়নি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আপিল কমিটি। তাই ২৮ বছর বয়সী এ ডিফেন্ডারের ওপর চার ম্যাচের নিষেধাজ্ঞাও বলবৎ থাকলো।
স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে কঠিন শাস্তির আওতায় পড়েন পিকে। ন্যু ক্যাম্পে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচটিতে ৫৬ মিনিটের মাথায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এ সেন্টারব্যাক।
লাইন্সম্যানের দায়িত্বে থাকা সহকারী রেফারির সঙ্গে অশোভন আচরণের দায়ে পিকের ওপর চার ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ১-১ সমতায় ম্যাচ শেষ হলেও দুই লেগ মিলে ৫-১ গোলের দাপুটে জয়ে শিরোপা ঘরে তোলে বিলবাও।
ইতোমধ্যেই পিকের এক ম্যাচের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। বিলবাওয়ের বিপক্ষেই লা লিগার নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলের জয় পায় বার্সা। আপিল খারিজ হওয়ায় পরবর্তী তিন ম্যাচে মালাগা, অ্যাতলেতিকো মাদ্রিদ ও লেভান্তের বিপক্ষেও দর্শক ভূমিকায় থাকবেন পপ তারকা শাকিরার স্বামী (পিকে)।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
আরএম