ঢাকা: ব্যাপারটা এমন দাঁড়িয়েছে, নেইমারকে দলে ভেড়াতে যত অর্থই লাগুক তা দিতে রাজি ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু, অর্থ দিয়েই কী সব সম্ভব! ব্রাজিলিয়ান তারকাকে যে কিছুতেই ছাড়তে চাচ্ছে না বার্সেলোনা।
বার্সার হয়ে ২০০৪ সাল থেকে ২০০৭ পর্যন্ত তিন মৌসুম খেলেন বেলেত্তি। স্বদেশী নেইমারের ম্যানইউতে যাওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না। ‘নেইমার ন্যু ক্যাম্পে বেশ সুখেই আছে। আমার মনে হয় না সে ক্লাব ছাড়বে। তবে দলবদলের বাজারে যেকোনো কিছুই সম্ভব। ’
সাবেক বার্সা তারকা উল্লেখ করেন, ‘নেইমার বার্সার হয়ে সময়টা উপভোগ করছে। টিমের সঙ্গে সে নিজেকে মানিয়ে নিয়েছে। তাছাড়া ওর পরিবারও বার্সেলোনায় থিতু হয়েছে। তবে এতো কিছুর পরও কোনো কিছুই অসম্ভব নয়। ’
এদিকে, কয়েকদিন আগে বার্সার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ বলেছিলেন, ‘আমরা চাচ্ছি, নেইমার ক্যারিয়ারের শেষ পর্যন্ত বার্সার হয়ে খেলুক। খুব শিগগিরই তার সঙ্গে চুক্তি নবায়ন করা হবে। আশা করছি, নতুন চুক্তির মাধ্যমে পরবর্তী পাঁচ কিংবা দশ বছর সে ন্যু ক্যাম্পে থাকবে। ’
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
আরএম