ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আলভেজ আউট, ফ্যাবিনহো ইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
আলভেজ আউট, ফ্যাবিনহো ইন

ঢাকা: ডান পায়ের ইনজুরির কারণে জাতীয় দল থেকে ছিটকে পড়েছেন ব্রাজিলের তারকা ডিফেন্ডার দানি আলভেজ। তার জায়গায় সুযোগ পেয়েছেন মোনাকোর ব্রাজিলিয়ান তারকা ফ্যাবিনহো।



আগামী একমাস মাঠের বাইরে থাকতে হচ্ছে বার্সেলোনার হয়ে খেলা দানি আলভেজকে। গত ২৩ আগস্ট বার্সার হয়ে খেলতে নেমে অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে কুঁচকিতে টান পড়ে তারকা এ ডিফেন্ডারের। লা লিগায় মালাগা, লেভান্তে ও অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে পারবেন না আলভেজ।

এদিকে, কোস্টারিকা আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। ২৪ সদস্যের দলে ডাক পান দানি আলভেজও। ইনজুরিতে ছিটকে পড়ায় আলভেজের জায়গায় দুঙ্গা ডেকে পাঠিয়েছেন ২১ বছর বয়সী রাইটব্যাক ফ্যাবিনহোকে। দেশের জার্সি গায়ে এর আগে মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন তিনি।

দুঙ্গার অধীনে ফ্যাবিনহো ব্রাজিল জাতীয় দলে প্রথম ডাক পান কোপা আমেরিকার ৪৪তম আসরে। গত জুনের সে আসরে মেক্সিকোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দানিলোর বদলি হিসেবে দুঙ্গা তাকে মাঠে নামান। অভিষেক ম্যাচের পর আরও একটি ম্যাচে খেললেও কোপা আমেরিকার চূড়ান্ত ম্যাচে ফ্যাবিনহো জায়গা পাননি।

৫ সেপ্টেম্বর কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। নিউ জার্সির সে ম্যাচের পর ৯ সেপ্টেম্বর ফক্সবোরতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে দুঙ্গার শিষ্যরা।

ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: জেফারসন, মার্সেলো গ্রহি, আলিনসন।

ডিফেন্ডার: ডেভিড লুইজ, মারকুইনহোস, মিরান্ডা, গ্যাব্রিয়েল, ফ্যাবিনহো, ফেলিপ লুইস, দানিলো, দগলাস সান্তোস।

মিডফিল্ডার: লুইজ গুস্তাভো, ফার্নান্দিনহো, এলিয়াস, রামিরেস, অস্কার, উইলিয়ান, লুকাস লিমা, কাকা।

ফরোয়ার্ড: রবার্তো ফারমিনো, নেইমার, লুকাস মোউরা, হাল্ক এবং দগলাস কস্তা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।