ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

খেলার অনুমতি পাননি আর্জেন্টাইন ওটামেন্ডি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
খেলার অনুমতি পাননি আর্জেন্টাইন ওটামেন্ডি ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার (২৯ আগস্ট) ওয়াটফোর্ডের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। তবে এ ম্যাচেও কাজের অনুমতি না পাওয়ায় সিটিজেনদের হয়ে অভিষেক হচ্ছে না নিকোলাস ওটামেন্ডির।

কিন্তু এ ব্যাপারে চিন্তিত নন দলের কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি।

গত ২০ আগস্ট স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া থেকে ইতিহাদ স্টেডিয়ামে পাড়ি দেন আর্জেন্টাইন ডিফেন্ডার ওটামেন্ডি। তবে ইংলিশ লিগে খেলতে হলে যে ‘ওয়ার্ক পারমিট’ পেতে হয় তা এখনও পাননি তিনি। তাই এ সপ্তাহেও তাকে মাঠের বাইরে থাকতে হবে।

পেলেগ্রিনি দলের রক্ষণভাগকে শক্তিশালী করতে ভিনসেন্ট কোম্পানি ও ইলিয়াকুয়েম মাঙ্গালার সঙ্গে ওটামেন্ডিকে রাখতে চেয়েছেন। কিন্তু এ ম্যাচে তিনি না থাকলেও হতাশ নন কোচ।

পেলেগ্রিনি বলেন, ‘সে এখনও কাজের অনুমতি পায়নি। তবে আমি আশাবাদি সোমবার (৩১ আগস্ট) খেলায় তাকে পাওয়া যাবে। আমরা ওটামেন্ডিকে একটি বা দুটি ম্যাচের জন্য দলে ভিড়ায়নি। আমরা তাকে তিন থেকে চার বছরের জন্য এনেছি। ’

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।