ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সেই মালাগার বিপক্ষে নামছে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
সেই মালাগার বিপক্ষে নামছে বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগার দ্বিতীয় রাউন্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে রাতে মাঠে নামবে পুঁচকে ট্যাগ পাওয়া সেই মালাগা! অপেক্ষাকৃত দুর্বল দল হলেও গত মৌসুমের ট্রেবল জয়ী কাতালানদের দুই লেগেই চমকে দিয়েছিল মালাগা। নতুন মৌসুমে মালাগার বিপক্ষে মাঠে নামার আগে মেসি-সুয়ারজেদের তাই বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হচ্ছে।



শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় (দিবাগত রাত) বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

লা লিগায় গত মৌসুমে একমাত্র মালাগাকেই হারাতে পারেনি লুইস এনরিকের শিষ্যরা। অ্যাওয়ে ম্যাচে মালাগার মাঠে গোলশূন্য ড্রয়ের পর হোম ম্যাচে ক্যাম্প ন্যু’য়ে ১-০ গোলে হেরে যায় বার্সা। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি সর্বশেষ এই দুই দল মাঠে নামে। কাতালানদের ঘরের মাঠের সে ম্যাচে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মালাগা। ম্যাচের সপ্তম মিনিটে জুয়ানমির দেওয়া গোলে এগিয়ে থাকে মালাগা। অতিথিদের এই একটি গোল পরিশোধ করতে পারেনি স্বাগতিক বার্সা।

লিগে চলতি মৌসুমে নিজেদের মাঠে এটাই বার্সা প্রথম ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে বিলবাওয়ের মাঠে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে কাতালানরা। জয়ের ধারা ধরে রাখতে আর গত মৌসুমের ওই হারের প্রতিশোধ নিয়ে মাঠ ছাড়তে চায় মেসি-সুয়ারেজরা। অপরদিকে, নিজেদের প্রথম ম্যাচে সেভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে মালাগা।

মুখোমুখি দেখায় মালাগার থেকে অনেক এগিয়ে বার্সা। ১৯ ম্যাচে বার্সার জয় ১৬টিতে। একটি ম্যাচ হারলেও অপর দুটি ড্র হয়েছে। হোম ম্যাচে কাতালানরা মালাগার বিপক্ষে হারের পর সর্বশেষ সাত ম্যাচের ছয়টিতেই জিতেছে। কোনো ম্যাচ না হেরে ঘরের মাঠে একটি ম্যাচে ড্র করে। আর দুই দলের সর্বশেষ ৫টি ম্যাচের তিনটিতেই জয় বার্সার।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।