ঢাকা: নিজের জন্য কোনো রকম শঙ্কাবোধ করেন না ব্রাজিল অধিনায়ক নেইমার। বার্সেলোনার ট্রেবল জয়ী এ তারকা স্ট্রাইকার জানিয়েছেন, মাঠের বাইরে যে কাজটি তার ভাল লাগে সেটি করতেই পছন্দ করেন তিনি।
গত মৌসুমে বার্সা তারকা লিওনেল মেসি আর লুইস সুয়ারেজের সঙ্গে জুটি বেধে ১২২টি গোল করেছিলেন নেইমার। নতুন মৌসুমে ইংলিশ প্রিমিয়ারের দল ম্যানচেস্টার ইউনাইটেড নেইমারকে দলে ভেড়াতে চায়-এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই। তবে, নেইমারের ইচ্ছা কাতালান দলটিতে থেকেই ইতিহাস রচনার।
২৩ বছর বয়সী ব্রাজিল তারকা বলেন, আমি বার্সার হয়ে অনেক কিছু শিখতে পেরেছি। তাদের হয়ে ইতিহাস গড়তে আমাকে শুধু ব্যক্তিগতভাবে কাজ করলেই চলবে না, দলগত ভাবেও কাজ করতে হবে।
গত মৌসুমে কোপা দেল রে, লা লিগা আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বাদ পাওয়া নেইমার নিজের প্রসঙ্গে জানিয়েছেন, আমি জানিনা আমার জীবনের বড় শঙ্কা কী হতে পারে। আমি সবসময় এগুলো এড়িয়ে যেতে চাই। সবসময় চাই সঠিক কাজটি করতে এবং খুশি থাকতে। মাঠে এবং মাঠের বাইরেও স্বাভাবিকভাবে খুশি থাকতে চাই।
নেইমার আরও যোগ করেন, আমার প্রসঙ্গে বলাটা বেশ কঠিন কাজ। আমি নিজেকে সুখী মানুষ মনে করি। আমার পরিবার, আমার ছেলে আর আমার বন্ধুদের ভালবাসি। শুধু মাঠেই না, মাঠের বাইরেও মজা করতে পছন্দ করি। বাবা-মা আমার অনুপ্রেরণার প্রধান উৎস। তারা আমার জন্য ভাবেন, আর আমিও তাদের কাছ থেকে শিক্ষা নিতে পারি।
নতুন মৌসুমের প্রথম ম্যাচে বার্সার জার্সি গায়ে মাঠে নামেননি নেইমার। গলার ইনজুরির কারণে তিনি ছিলেন না কাতালান স্কোয়াডে। তবে, খুব শিগগিরই মাঠে ফিরবেন জানিয়ে নেইমার বলেন, দিনের ২৪ ঘণ্টা আমি শুধু খেলা নিয়ে ভাবিনা। যখন অবসর পাই, নিজের পছন্দমতো পোশাক পড়ি, ঘুরে বেড়াই। আর যখন খেলার সময় হয় তখন নিজেরে খেলার মধ্যেই মগ্ন রাখি। ঈশ্বরের কাছে প্রার্থণা করি তিনি যেন আমাকে সুস্থ রাখেন।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৫
এমআর