ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভাগ্যের ছোঁয়ায় জয় পেল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
ভাগ্যের ছোঁয়ায় জয় পেল আর্সেনাল ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয় পেয়েছে আর্সেনাল। আত্মঘাতী গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে গানাররা।

ভাগ্যের ছোঁয়া থাকায় জয় পায় সানচেজ, জিরুদ, ওয়ালকট, গ্যাব্রিয়েলরা।

এর আগে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হেরে আসর শুরু করা আর্সেনাল নিজেদের পরের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-১ ব্যবধানে হারায়। তৃতীয় ম্যাচে লিভারপুলের বিপক্ষে ড্র করে গানাররা। তবে, চতুর্থ ম্যাচে এসে আবারো জয় তুলে নিয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

নিউক্যাসলের মাঠে আতিথ্য নিয়ে শুরুর একাদশে আর্সেনালের হয়ে মাঠে নামেন পিতর চেক, গ্যাব্রিয়েল, কাজোরলা, চেম্বারলেইন, অ্যারন রামসে, অ্যালেক্সিজ সানচেজ আর ওয়ালকটের মতো তারকারা। তবে, নিজেরা কোনো গোল আদায় করে নিতে পারেনি।

ম্যাচের ১৬ মিনিটের মাথায় দশজনের দলে পরিণত হয় স্বাগতিকরা। আর্সেনালের কোকিলিনকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন স্বাগতিক স্ট্রাইকার আলেকজান্ডার মিত্রোভিচ। দশজনের দল নিয়ে প্রথমার্ধ আর্সেনালকে রুখে দেয় নিউক্যাসল।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে বসে স্বাগতিকরা। চেম্বারলেইনের নেওয়া শটে নিউক্যাসলের আর্জেন্টাইন ডিফেন্ডার ফাব্রিসিও কোলোস্সিনির পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। ফলে, ১-০ গোলে এগিয়ে যায় আর্সেনাল।

ম্যাচের নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। নিজেদের চতুর্থ ম্যাচে জয়ের পর গানারদের পয়েন্ট গিয়ে দাঁড়ালো ৭।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।