ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৩৪তম জাতীয় সাব-জুনিয়র (অনূর্ধ্ব-১৬ বছর) দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ১৫জন খেলোয়াড় পূর্ণ দুই পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
শীর্ষে রয়েছেন অনতা চৌধুরী, পিরোজপুরের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, বরিশালের কিংশুক দাস, ময়মনসিংহের সুব্রত দাস, সিরাজগঞ্জ্রে নাইম হক, নাটোরের নূর নেওয়াজ অয়ন, সরনাভো চৌধুরী, জান্নাতুল ফেরদৌস, রাব্বি মৃধা, চট্টগ্রামের আকিব জাওয়াদ, নারায়নগঞ্জের ঝর্না বেগম, সাজেদুল হক, নোভা তাশা, সুমাইয়া তাবাসসুম বুশরা ও মুশফিকা জান্নাত শাওরি।
রোববার (৩০ আগস্ট) দাবা কক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় অনতা তাহসিন তাজওয়ার জিয়াকে, ফাহাদ নওশিন আঞ্জুমকে, কিংশুক আয়ুশমান জাহায়েরকে, সুব্রত সাদমান হাসান দিহানকে, নাইম আরিয়ান আহমেদকে, অয়ন সাদমান ইসলাম উশনোকে, সরনাভো ক্রিসটোফার রায়কে, জান্নাত সোহান রাহাতকে, আকিব সৈয়দ সাদমান আবতোয়াহিকে, ঝর্না মাহমুদ হাসানকে, সাজিদ ওয়াসিফ আকবরকে, নোভা জায়িফ মাহিনকে, সাওরি সানজিদা সাকিদকে পরাজিত করেন। রাব্বি মাহদির বিরুদ্ধে ও সুমাইয়া দানিয়েলের বিরুদ্ধে ওয়াক-ওভার পান।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৫
এমআর