ঢাকা: অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে আট বছরের বন্ধন ছিন্ন করতে যাচ্ছেন রাউল গার্সিয়া। যোগ দেবেন স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন অ্যাথলেতিক বিলবাওয়ে।
লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে সেভিয়াকে ৩-০ গোলে হারায় অ্যাতলেতিকো। কিন্তু, এ ম্যাচে দলে ছিলেন না গার্সিয়া। তখন থেকেই স্প্যানিশ মিডফিল্ডারের ক্লাব ছাড়ার গুঞ্জন জোড়ালো হয়।
বিলবাও তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে গার্সিয়ার চুক্তির বিষয়টি উল্লেখ করেন। অন্যদিকে, অ্যাতলেতিকোর কোচ দিয়েগো সিমিওন চুক্তি সম্পন্নের ইঙ্গিত দিয়েছেন।
২০০৭ সালে ওসাসুনা থেকে অ্যাতেলেতিকোতে যোগ দেন গার্সিয়া। ক্লাবের হয়ে সব মিলিয়ে ৩২৬টি ম্যাচ খেলেছেন। গোল করেন ৪৫টি। মাঝে অবশ্য ২০১১-১২ মৌসুমে পুরোনো ক্লাবের হয়ে এক বছরের ধারের চুক্তিতে খেলেছিলেন।
অ্যাতলেতিকোর অন্যতম সেরা খেলোয়াড় গার্সিয়া। ক্লাবের হয়ে তিনি একটি করে লা লিগা, কোপা দেল রে, উয়েফা ইউরোপা লিগ এবং দুটি উয়েফা সুপার কাপের শিরোপা জেতেন। ২০১৩-১৪ মৌসুমে আরাধ্য চ্যাম্পিয়নস লিগের শিরোপাটাও প্রায় নিশ্চিত ছিল। লিসবনের ফাইনালে ইনজুরি সময়ে সার্জিও রামোসের গোলে সমতায় ফেরে নগর প্রতিদ্বন্দ্বিদের হতাশা উপহার দেয় রিয়াল মাদ্রিদ। পরে অতিরিক্ত সময়ের তিন গোলে বহুল প্রতীক্ষিত লা ডেসিমা জয় করে গ্যালাকটিকোরা।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
আরএম