ঢাকা: জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ছেড়ে উলফসবার্গে নাম লেখালেন ব্রাজিলিয়ান সেন্টারব্যাক দান্তে। গত মৌসুমে দান্তে বায়ার্নের হয়ে বুন্দেলিগার শিরোপা জেতেন।
তিন বছরের চুক্তিতে উলফসবার্গ দান্তেকে দলে ভেড়ায়।
দান্তের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে উলফসবার্গের ডিরেক্টর ক্লাউস আলোফস বলেন, আমরা অনেক খুশি দান্তের মতো একজন ফুটবলারকে দলে ভেড়াতে পেরে। সে এমন একজন ফুটবলার যে আমাদের দলকে বুন্দেসলিগা, চ্যাম্পিয়ন্স লিগ আর ডিএফবি পোকালের শিরোপায় সাহায্য করতে পারবে। আন্তর্জাতিক ম্যাচ খেলার দিক দিয়ে দান্তের অনেক অভিজ্ঞতা রয়েছে।
৩১ বছর বয়সী দান্তে ব্রাজিলের জার্সি গায়ে খেলেছেন ১৩টি ম্যাচ। বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্নের হয়ে (২০১২-১৫) তিনি খেলেছেন ১৩২টি ম্যাচ। এর আগে বরুশিয়া মনশেনগ্লাডবাখের হয়ে তিনি ১০৩টি ম্যাচে মাঠে নামেন।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর ২০১৫
এমআর