ঢাকা: দু’বছর আগে নেইমারকে দলে ভেড়াতে বার্সেলোনার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু, শেষ পর্যন্ত বার্সাকেই বেছে নেন ব্রাজিলিয়ান সেনসেশন।
২০১৩ সালে সান্তোস ছেড়ে ন্যু ক্যাম্পে পাড়ি জমান নেইমার। বার্সার দাবি অনুযায়ী চুক্তির আর্থিক মূল্য ৫৭ মিলিয়ন ইউরো। যা ছিল প্রশ্নবিদ্ধ। পরবর্তীতে জানা যায়, নেইমারকে কিনতে কাতালানদের মোট ৮৬.২ মিলিয়ন ইউরো ব্যয় হয়। এ নিয়ে পরে বার্সা প্রেসিডেন্টের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ ওঠে।
যাই হোক, নেইমারকে দলে ভিড়িয়ে রিয়ালকে রীতিমত চমক উপহার দেয় বার্সা। কাড়ি কাড়ি অর্থ নিয়েও ব্রাজিলিয়ান তারকাকে দলে টানতে ব্যর্থ হয় গ্যালাকটিকোরা। বার্তোমেউর মতে, এমন তিক্ত অভিজ্ঞতা এখনো ভুলতে পারেনি রিয়াল।
বার্সেলোনার স্থানীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বার্তোমেউ বলেন, ‘রিয়াল এখনো বুঝতে পারছে না, নেইমার কেন তাদের সঙ্গে চুক্তি করেনি। তারা প্রতিনিয়ত বার্সা ও তার ওপর চাপ সৃষ্টি করেছিল। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত নেইমার ন্যু ক্যাম্পেই যোগ দেয়। ’
সম্প্রতি নেইমারকে দলে ভেড়াতে রীতিমত উঠেপড়ে লাগে ম্যানচেস্টার ইউনাইটেড। ট্রান্সফার রেকর্ড ভাঙতেও প্রস্তুত ছিল রেড ডেভিলসরা। কিন্তু, সে সম্ভাবনা নাকচ করে দেন বার্তোমেউ। তিনি ন্যু ক্যাম্প থেকে নেইমারের অবসর নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
২০১৮ সালের জুনে বার্সার সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হবে। তবে শিগগিরই ব্রাজিলিয়ান অধিনায়কের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে নিশ্চিত করেন বার্তোমেউ। ‘আমরা নেইমারের সঙ্গে দীর্ঘমেয়াদি নতুন চুক্তি করতে চাই। তবে এখনো আলোচনা শুরু হয়নি। সে দলের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আশা করছি, বার্সার হয়ে নেইমার তার ফুটবল ক্যারিয়ারের ইতি টানবে। ’
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
আরএম