ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ম্যানইউর ৯ নম্বর জার্সিতে মার্শাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
ম্যানইউর ৯ নম্বর জার্সিতে মার্শাল ছবি : সংগৃহীত

ঢাকা: দলবদলের শেষ দিনে মোনাকো থেকে ফ্রেঞ্চ ফরোয়ার্ড অ্যান্তোনি মার্শালকে দলে ভেড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমিয়ে একটি পুরস্কারও পেয়ে গেছেন ১৯ বছর বয়সী এ উদীয়মান তারকা।

রেড ডেভিলসদের হয়ে মূল্যবান ৯ নম্বর জার্সিতে দেখা যাবে মার্শালকে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) চার বছরের চুক্তিতে ম্যানইউতে যোগ দেন মার্শাল। চুক্তির আর্থিক মূল্য নিয়ে খানিকটা ধোঁয়াশা রয়েছে। ইংলিশ জায়ান্টদের পক্ষ থেকে ৩৬ মিলিয়ন পাউন্ড দাবি করা হলেও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় ৫৮.৮ মিলিয়ন পাউন্ড। যা ৮০ মিলিয়ন ইউরোর সমান।

ম্যানইউর হয়ে সর্বশেষ ৯ নম্বর জার্সিটি গায়ে জড়িয়েছেন রাদামেল ফ্যালকাও। অবশ্য ওল্ড ট্রাফোর্ডে হতাশাজনক একটি মৌসুম শেষে এক বছরের ধারের চুক্তিতেই চেলসিতে যোগ দেন কলম্বিয়ান স্ট্রাইকার।

এর আগে সাবেক স্কটিশ ফরোয়ার্ড ব্রায়ান ম্যাকক্লেয়ার, ইংলিশ স্ট্রাইকার অ্যান্ডি কোল ম্যানইউর ৯ নম্বর জার্সি গায়ে জড়ান। ২০০৩-০৪ মৌসুমে মার্শালের স্বদেশী স্ট্রাইকার লুইস সাহা এ জার্সি পরে খেলেন।

ফ্যালকাওয়ের আগে ম্যানইউর নয় নম্বর জার্সিটি পরতেন দিমিতার বার্বাতভ। এ বুলগেলিয়ান স্ট্রাইকার ২০০৮-১২ মৌসুম পর্যন্ত রেড ডেভিলসদের হয়ে খেলেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।