ঢাকা: ফুটবল বিশ্বে ‘ব্যাডবয়’ খ্যাত তারকা মারিও বালোতেল্লি! মাঠের খেলায় তার শুরুটা চমকপ্রদ হলেও নানা দুর্নাম রয়েছে এ স্ট্রাইকারের। বিভিন্ন সময়ে বিতর্কের জন্ম দিয়েছেন ইতালিয়ান এ তারকা।
এক বছর আগে সান সিরো থেকে ইংলিশ ক্লাব লিভারপুলে পাড়ি দিয়েছিলেন বালোতেল্লি। তবে বাজে পারফর্মের কারণে ১২ মাসের মাথায় আবারো অ্যানফিল্ড ছেড়ে মিলানে ধারে এসেছেন তিনি। আর তার এবারের আগমনের পর মিলান সিইও আদ্রিয়ানো গালিয়ানি জানিয়েছেন, বালোতেল্লির ‘আমূল পরিবর্তন’ হয়েছে।
এক সাক্ষাৎকারে গালিয়ানি বলেন, ‘ বালোতেল্লির অসাধারণ গুনাগুন আছে। আর সে পুরোপুরি বদলে গেছে। সে মিলানের সঙ্গে এবার দারুণ মানিয়ে নিয়েছে। কোচ সিনিসা মিহাজলোভিক ফুটবলারদের সকাল সাড়ে ৮টার সময় নাস্তার জন্য ডাকেন। আর বালোতেল্লি ৮টার আগেই পৌঁছে যায়। ’
তিনি আরো বলেন, ‘সে হয়ত অনুভব করেছে এটিই তার শেষ সুযোগ। তাই সে এবার সময় নষ্ট করতে চায় না। তার দক্ষতা নিয়ে কখনোই প্রশ্ন করা যাবে না। আর তার আচরণ যদি সে ঠিক করতে পারে তাহলে প্রথম সপ্তাহেই নিজেকে ফিরে পাবে। ’
বালোতেল্লি সান সিরোতে আসার পর মিলান ঘরের মাঠে এমপোলির বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পায়। তবে সে ম্যাচে তিনি সাইড বেঞ্চে ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
এমএমএস