ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফুটবলের ‘লিজেন্ড’ হলেন বেকহ্যাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
ফুটবলের ‘লিজেন্ড’ হলেন বেকহ্যাম ছবি: সংগৃহীত

ঢাকা: ডেভিড বেকহ্যামের ক্যারিয়ারে আরো একটি পুরস্কার যোগ হলো। এবার তিনি এইছএমভি ফুটবল এক্সট্রাভাগানজার ২০তম বার্ষিকীতে ফুটবলের ‘লিজেন্ড’ পুরস্কারে সম্মানিত হন।



সংস্থাটির কমিটি মেম্বার দ্বারা সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের এ তারকা সর্বশেষ এ পুরস্কার জিতলেন।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) লন্ডনের দ্যা গ্রসভেনর হাউজ হোটেলে ফুটবলের এ আইকনের হাতে পুরস্কারটি তুলে দেন সাবেক ম্যানইউ তারকা রায়ান গিগস । এর ‍আগে নরডফ রবিনস চ্যারিটির ফান্ড কালেকশনের জন্য তিনি এ সম্মানে মনোনিত হন।

৪০ বছর বয়সী এ তারকা এর আগে ম্যানইউ, রিয়াল, লা গ্যালাক্সি, এসি মিলান ও প্যারিস সেন্ট জার্মেইর হয়ে ১৭টি পুরস্কার জিতেছিলেন। বেকহ্যাম একমাত্র ইংলিশ ফুটবলার যিনি ভিন্ন চারটি দেশের (ইংল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স) ক্লাবের হয়ে লিগ শিরোপা জিতেছেন।

বেকহ্যাম বিশ্বজুড়ে বিভিন্ন ক্লাবের হয়ে ৭১৯টি ম্যাচ ১২৯টি গোল করেছেন। আর মধ্যমাঠে খেলা এ তারকা ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১৯৯৬ থেকে ২০০৯ পর্যন্ত ১১৫ ম্যাচে ১৭টি গোল করেছেন। ২০১৩ সালে তিনি সকল ধরনের ফুটবল খেলা থেকে ‍অবসর নেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।