ঢাকা: বর্তমান বিশ্ব ফুটবলে মিডফিল্ডার হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন পল পগবা। জাতীয় দল ও ক্লাবের হয়ে মধ্যমাঠে দুর্দান্ত পারফরম্যান্স করছেন তিনি।
গত মৌসুম শেষে ফ্রেঞ্চ জাতীয় দলের এ তারকাকে দলে ভেড়াতে ইউরোপিয়ান শীর্ষ ক্লাবগুলো উঠে পড়ে লেগেছিল। বিশেষ করে পগবার দিকে ট্রেবল জয়ী বার্সেলোনা চোখ ছিল সবচেয়ে বেশি। তবে ৮০ মিলিয়ন ইউরো প্রস্তাব করেও কাতালানরা তাকে দলে ভেড়াতে পারেনি।
আগামী ১২ মাসে পগবার মূল আরো বেড়ে যাবে উল্ল্যেখ করে মারোত্তা বলেন, ‘বাজার দর এখন প্রতিদিনই উপরের দিকে যাচ্ছে। এটির সবচেয়ে বড় উদাহারণ প্রিমিয়ার লিগ। আর পগবা যদি তার পারফরম্যান্স ধরে রাখতে পারে তাহলে আগামী বছরে তার জন্য ১০০ মিলিয়ন ইউরোও যথেষ্ট হবে না। ’
তিনি আরো বলেন, ‘জয়ী দল সব সময় চায় সেরা ফুটবলারকে দলে ভেড়াতে। তবে ক্লাবটি যখন ১০০ মিলিয়ন ইউরোর সামনে পড়ে তখন হতবাক হয়ে যায়। তবে জুভেন্টাস এই যাত্রায় জিততে চায়। তাইতো আমরা তাকে ছাড়িনি। ’
২০১২ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে পাড়ি দেন পগবা। এখন পর্যন্ত দলটির হয়ে ১৩২ ম্যাচে ২৪টি গোল করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
এমএমএস