ঢাকা: সর্বশেষ ফিফা র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। শীর্ষ দশে হেরফের হয়েছে শুধুমাত্র কোপা চ্যাম্পিয়ন চিলি এবং ইংল্যান্ডের।
নেইমারের ব্রাজিল রয়েছে পাঁচ নম্বরে। তিন নম্বরে আগের অবস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।
কোপা আমেরিকা আর গত বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা ১৪৪২ রেটিং নিয়ে শীর্ষেই রয়েছে। শীর্ষস্থানে থাকা দলটির আগের রেটিং ছিল ১৪২৫।
জার্মানিকে টপকে এডেন হ্যাজার্ডের বেলজিয়াম ১২৬৯ রেটিং নিয়ে দ্বিতীয়। বিশ্বচ্যাম্পিয়ন জোয়াকিম লো’র শিষ্যদের অর্জিত রেটিং পয়েন্ট ১২৪৮। এদিকে, রিয়াল তারকা জেমস রদ্রিগেজের কলম্বিয়া ১২২৪ রেটিং নিয়ে চতুর্থ অবস্থানেই রয়েছে।
কোপা আমেরিকার ব্যর্থ মিশন শেষে কার্লোস দুঙ্গার ব্রাজিল শীর্ষ পাঁচে থেকে অর্জন করেছে ১২০৯ রেটিং। নেইমার বাহিনীর পরেই রয়েছে ১১৮৬ রেটিংপ্রাপ্ত ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল। আর সাত নম্বরে রয়েছে রোমানিয়া। ১১৭৬ রেটিং অর্জন করেছে রোমানিয়ানরা।
আর্জেন্টিনাকে হারিয়ে কোপার চ্যাম্পিয়ন হওয়া অ্যালেক্সিজ সানচেজ, ক্লদিয়ো ব্রাভো, ভিদাল আর ভারগাসদের চিলি সর্বশেষ র্যাংকিংয়ে দুইধাপ এগিয়ে শীর্ষ আটে চলে এসেছে। তাদের বর্তমান রেটিং ১১৪৯। চিলিয়ানদের পরেই রয়েছে গ্যারেথ বেলের ওয়েলস। তাদের অর্জন ১১৪৬ রেটিং।
দশম অবস্থানে রয়েছে ওয়েইন রুনির ইংল্যান্ড। দুইধাপ পিছিয়ে ইংলিশদের অর্জন ১১৫৭ রেটিং।
স্পেন রয়েছে ১১তম স্থানে। আর স্প্যানিশদের পরে ১২তম স্থানে নেদারল্যান্ডস।
ফিফার সর্বশেষ র্যাংকিংয়ে বাংলাদেশের অবনতি হয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে লাল-সবুজরা মাঠে নামার আগে ১৭০তম অবস্থানের পরিচিত পাচ্ছে। তিনধাপ পিছিয়ে বাংলাদেশের অর্জিত রেটিং ৯৫। এর আগে প্রকাশিত তালিকায় মামুনুল ইসলামের দলটির অর্জন ছিল ১০২ রেটিং।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ০৩ সেপ্টেম্বর ২০১৫
এমআর