ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ম্যানইউর স্কোয়াডে ফিরলেন ডি গিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
ম্যানইউর স্কোয়াডে ফিরলেন ডি গিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: শত চেষ্টা করেও ডেভিড ডি গিয়াকে দলে ভেড়াতে ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর সময়সীমাও শেষ।

তাই স্প্যানিশ জায়ান্টদের আগামী জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। অন্যদিকে, এ মৌসুমে এখনো ম্যানচেস্টার ইউনাইটেডের একাদশেই সুযোগ পাননি ডি গিয়া।

এ মৌসুমেই ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমান আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো। এখন পর্যন্ত ম্যানইউর হয়ে ছয়টি ম্যাচেই তিনি মাঠে নামেন। অপরদিকে, সম্ভাব্য ক্লাব ছাড়ার গুঞ্জনে এক ম্যাচেও সুযোগ পাননি ডি গিয়া। তবে এবার স্প্যানিশ গোলরক্ষককে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের স্কোয়াডে রেখেছেন কোচ লুইস ফন গাল।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে সিএসকে মস্কো, পিএসভি ও উলফসবার্গের মুখোমুখি হবে রেড ডেভিলসরা।

ডি গিয়াকে দলে রাখলেও কপাল পুড়েছে ভিক্টর ভালদেসের। সাবেক বার্সা গোলরক্ষকের ওপর আস্থা রাখেননি ফন গাল। স্কোয়াডে থাকা তিনজনের মধ্যে রোমেরোর সঙ্গে সুযোগ পেয়েছেন ইংলিশ গোলরক্ষক স্যাম জন্সটন।

সামার ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে তরুণ ফ্রেঞ্চ ফরোয়ার্ড অ্যান্তোনি মার্শালকে দলে ভেড়ায় ইংলিশ জায়ান্টরা। আক্রমণভাগে ম্যাম্ফিস ডিপাই, হুয়ান মাতা, ওয়েইন রুনি ও জেমস উইলসনের সঙ্গে তাকে দলে রাখা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে ডাচ ক্লাব পিএসভির মুখোমুখি হবে ম্যানইউ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।