ঢাকা: ওয়ালটনের পৃষ্ঠাপোষকতায় আগামী রোববার (০৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ‘ওয়ালটন প্রথম উন্মুক্ত রেসলিং চ্যাম্পিয়নশিপ-২০১৫’। দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনায়ল ডিরেক্টর ও বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেসলিং ফেডারেশন সাধারণ সম্পাদক তাবিউর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদসহ অন্যান্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারই প্রথম ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় উন্মুক্ত রেসলিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নারী ও পুরুষ বিভাগে ৮টি করে মোট ১৬টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
পুরুষ ওজন শ্রেণিগুলো হল: ৫৭, ৬১, ৬৬, ৭০, ৭৪, ৮৬, ৯৭ ও ১২৫ কেজি। নারীদেও ওজন শ্রেণিগুলো হল: ৪৮, ৫১, ৫৫, ৬০, ৬৩, ৬৯, ৭৫ ও ৯০ কেজি।
আসন্ন প্রতিযোগিতার প্রসঙ্গে এফ.এম. ইকবাল বিন আনোয়ার বলেন, ‘রেসলিং ফেডারেশনের সঙ্গে আমরা ওয়ালটন পরিবার অনেক প্রোগ্রাম করেছি। বেশ কিছু টুর্নামেন্টের প্রস্তাব পেয়েছি। সেগুলো বিবেচনাধীন রয়েছে। এবার ওয়ালটন পরিবার প্রথম উন্মুক্ত (নারী ও পুরুষ) রেসলিং প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত হয়েছি। উন্মুক্ত টুর্নামেন্ট হলে সেখান থেকে নতুন নতুন খেলোয়াড় উঠে আসে। এই টুর্নামেন্ট সফলভাবে সমাপ্তির পথে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা করছি। ’
৬ সেপ্টেম্বর সকালে ওজন নেওয়ার পর প্রতিযোগিতা শুরু হবে। আর ৭ সেপ্টেম্বর প্রতিযোগিতার সমাপণী ও পুরস্কার বিতরণী হবে। এই প্রতিযোগিতা থেকে ৬ জন করে নারী ও পুরুষ খেলোয়াড়কে আসন্ন এসএ গেমসের ক্যাম্পে অনুশীলন করার সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ০৩ সেপ্টেম্বর ২০১৫
এমআর