ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কুমিল্লা সেনানিবাসে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কাপ গলফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
কুমিল্লা সেনানিবাসে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কাপ গলফ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লা সেনানিবাসের ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হলো ‘তৃতীয় মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট-২০১৫’।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ।



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সদস্য সচিব লে. কর্নেল মমতাজুর রহমান প্রমুখ।

টুর্নামেন্টে ময়নামতি, কুর্মিটোলা, সাভার, ভাটিয়ারী এবং আর্মি গলফ ক্লাবসহ দেশের বিভিন্ন গলফ ক্লাবের প্রায় ১৬০ জন গলফার অংশ নেন। রাতে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।