ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্লোভাকিয়াকে হারিয়ে স্পেনের প্রতিশোধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
স্লোভাকিয়াকে হারিয়ে স্পেনের প্রতিশোধ ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরো ২০১৬ বাছাইয়ে স্লোভাকিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে স্পেন। স্প্যানিশদের হয়ে একটি করে গোল করেন জর্দি আলবা ও আন্দ্রেস ইনিয়েস্তা।

আর এ জয়ের ফলে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ ‘সি’তে শীর্ষে অবস্থান করছে দলটি।

ওভিয়েদোয় এ ম্যাচটি ছিল স্বাগতিকদের জন্য প্রতিশোধের ম্যাচ। কারণ গত অক্টোবরে দু’দলের প্রথম খেলায় স্লোভাকরা নিজেদের মাঠে ২-১ গোলে জয় পেয়েছিল। ঘরের মাঠের সে খেলায় দলটি জিতে শতভাগ সাফল্য ধরে রেখেছিল।

এ ম্যাচটি স্পেন অধিনায়ক ইকার ক্যাসিয়াসের জন্যও ছিল বেশ গুরুত্বপূর্ণ। কারণ অধিনায়ক হিসেবে এদিন তিনি ১০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন। আর শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছেন।

দ্বিতীয় লেগের এ খেলায় নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেন নি সফরকারীদের নিয়মিত অধিনায়ক মার্টিন স্কাট্রেল।

এদিন খেলার প্রথমেই লিড নেয় স্পেন। ডেভিড সিলভার দুর্দান্ত পারফরম্যান্সেই মূলত লিড পায় দলটি। দারুণ দক্ষতায় তিনি স্লোভাক ডিফেন্ডারদের এড়িয়ে বল পাস করলে তা থেকে গোল করেন আলবা। আর খেলার ৩০ মিনিটে পেনাল্টি থেকে দলের লিড দ্বিগুন করেন ইনিয়েস্তা।

এর আগে ম্যাচের মাত্র চার মিনিটেই গোল করতে পারতো স্লোভাকিয়া। কিন্তু রবার্ট মাককে দারুণ ভাবে আটকে দেন রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোস।

স্পেনের এ জয়ের ফলে দলটির ২০১৬ সালে ফ্রান্স ইউরোতে খেলা নিশ্চিত হলো। অন্যদিকে বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) ইউক্রেনের বিপক্ষে জয় পেলে স্লোভাকিয়াও স্বাধীন দেশ হিসেবে প্রথমবারের মত ইউরোতে জায়গা করে নিবে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।