ঢাকা: ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে প্রত্যাশিত জয় পেয়েছেন নোভাক জোকোভিচ, রাজার ফেদেরার, অ্যান্ডি মারে, সেরেনা উইলিয়াম ও ভিক্টরিয়া আজারেঙ্কা। বছরের শেষ এই গ্র্যান্ডস্লাম টেনিসে নিজ নিজ খেলা জিতে শেষ ১৬ নিশ্চিত করেছেন এ তারকারা।
ফ্ল্যাশিং মিডওসে পুরুষ এককের এক নম্বর তারকা জোকোভিচ সরাসরি সেটে ইতালিয়ান আন্দ্রেস সেপ্পিকে হারান। প্রথম তিন সেটেই সার্বিয়ান তারকা ৬-৩, ৭-৫ ও ৭-৫ গেমে জয় পান। এই আসরে টানা তিন ম্যাচে সরাসরি সেটে জিতলেন তিনি।
অন্যম্যাচে ২৯ নম্বর জার্মান তারকা ফিলিপ কোলশেচেবিয়ারকেও হারান ফেদেরার। ১৭টি গ্র্যান্ডস্লামের মালিক এ সুইস তারকা ৬-৩, ৬-৪ ও ৬-৪ গেমে জয় পান। টেনিসের বর্তমান দুই নম্বর তারকা তার শেষ তিন খেলায় মাত্র চার ঘণ্টা ১০ মিনিটে জয় পান। তিনি সর্বশেষ ২০১২ সালে উইম্বলডনে মেজর কোন শিরোপা (গ্র্যান্ডস্লাম) জিতেছিলেন।
তৃতীয় রাউন্ডের খেলায় দারুণ জয় তুলে নিয়েছেন অ্যান্ডি মারে। পুরুষ এককের তিন নম্বর বাছাই এ তারকা ৩০ নম্বর বাছাই ব্রাজিলিয়ান থমাস বেলুচ্চিকে ৬-৩, ৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে শেষ ষোলতে পাঁ রাখেন।
এদিকে নারী এককের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়াম কষ্টার্জিত জয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন। প্রথম সেট ৩-৬ গেমে হেরেও এ যুক্তরাষ্ট্রের তারকা পরের দুই সেটে ৭-৫ ও ৬-০ গেমে জিতে ঘুরে দাড়ান। সর্বোচ্চ ২১ বারের গ্র্যান্ডস্লাম জয়ী এ তারকা এবারের শিরোপা জিতলে এ বছরের সবগুলো মেজর ট্রফিই ঘরে তুলবেন।
নারী এককের অন্য খেলায় ঘাম ঝড়ানো জয় পেয়েছেন ভিক্টরিয়া আজারেঙ্কা। ১১ নম্বর বাছাই জামার্নীর অ্যাঙ্গেলিকুয়ে কারবারকে প্রথম সেটে ৭-৫ গেমে হারান এই বেলারুশের সুন্দরী। তবে পরের সেটে ২-৬ গেমে হেরে যান তিনি। কিন্তু শেষ সেটে ৬-৪ গেমে জিতে শেষ ষোল নিশ্চিত করেন ২১ নম্বর এ তারকা।
তৃতীয় রাউন্ডে প্রত্যাশিত তারকা জয় পেলেও শনিবার (০৫ সেপ্টেম্বর) হেরে ইউএস ওপেন থেকে বিদায় নেন রাফায়েল নাদাল।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
এমএমএস