ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

তুরস্কে বিধ্বস্ত নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
তুরস্কে বিধ্বস্ত নেদারল্যান্ডস ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরো ২০১৬’র চূড়ান্ত পর্বে নেদারল্যান্ডসের ভাগ্য অনিশ্চিত। বাছাইপর্বের ম্যাচে তুরস্কের বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে ডাচরা।

জোড়া গোল করেন অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় পাড়ি জমানো আরদা তুরান।

ঊরুর ইনজুরির কারণে ডাচদের হয়ে খেলতে পারেননি তারকা উইঙ্গার আরিয়েন রোবেন। শুরুর একাদশে ফেরেন অধিনায়ক রবিন ফন পার্সি।

নিজেদের মাঠে খেলা শুরুর আট মিনিটেই লিড নেয় তুরস্ক। তুরানের পাস থেকে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল করেন তরুণ মিডফিল্ডার ওগুজান ওজিয়াকাপ। ২৬ মিনিটের মাথায় তুর্কিদের হয়ে লিড দ্বিগুন করেন তুরান।

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে ডিফেন্ডার ক্যানার এরকিনের অ্যাসিস্টে জোড়া গোল পূরণ করেন তুরান।   রেফারি শেষ বাঁশি বাজানোর পর হতাশায় নিমজ্জিত হয়ে মাঠ ছাড়েন পার্সি-ডিপাই-স্নেইডাররা।

গ্রুপ ‘এ’ তে আট ম্যাচের চারটিতেই হার মানে নেদারল্যান্ডস। তিন জয় ও এক ড্রতে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। অবস্থান চতুর্থ। সরাসরি চূড়ান্ত পর্ব না হোক, প্লে অফ খেলতে হলেও শেষ দুই ম্যাচে ডাচদের জয়ের বিকল্প নেই। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে তুরস্ক। চেক রিপাবলিকের সমান পয়েন্ট (১৯) হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আইসল্যান্ড।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।