ঢাকা: ২০১৫ সালের ইউরোপের বর্ষসেরা ক্লাবের পুরস্কার জিতলো স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ২০১৪-১৫ মৌসুমে ট্রেবল জয়ের পর ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের (ইসিএ) দ্বারা এ পুরস্কার পেল কাতালানরা।
লুইস এনরিকের অধীনে গত মৌসুমে কাতালানরা উয়েফা চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও কোপা দেল রে’র শিরোপা ঘরে তোলে। তবে নতুন মৌসুমের শুরুতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপ জিততে পারেনি লিওনেল মেসিরা। কিন্তু তাতে জেনেভায় অনুষ্ঠিত ইসিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বার্সার সেরা ক্লাব হতে কোন সমস্যা হয়নি।
একই অনুষ্ঠানে সেরা ‘স্পোর্টিং ক্লাব’ হিসেবে পুরস্কার পেয়েছে ইউক্রেনের ফুটবল দল দিনপ্রো। দলটিতে নানা সমস্যা থাকার পরও ইউরোপা লিগের ফাইনালে ওঠায় এই পুরস্কার তাদের ঘরেই যায়।
ইংলিশ ক্লাব আর্সেনাল পেয়েছে ‘বেস্ট কমিউনিটি এন্ড সোস্যাল রেসপনসিবিলিটি প্রোগ্রাম’ অ্যাওয়ার্ড। গত মৌসুমে গানাররা লন্ডনের যুব সমাজকে কী ভাবে কাজে লাগানো যায় সে ব্যাপারে ব্যাপক কাজ করে।
এদিকে ২০১৫ সালের ‘সেরা অর্জনকারী’ ক্লাব হয়েছে লেভাদিয়া তালিন। এস্তোনিয়ান এ ক্লাবটি সমর্থকদের জন্য স্টেডিয়ামে বিশেষ কয়েকটি ব্যবস্থা নিয়েছিল। ক্লাবটির দ্বারা মাঠে আসা দর্শকরা বিভিন্ন দিক দিয়ে উপকৃত হচ্ছে।
এর আগে ২০১৪ সালের বর্ষসেরা ইউরোপিয়ান ক্লাবের পুরস্কার পেয়েছিলেআরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এমএমএস