ঢাকা: রাশিয়া ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে নিজেদের মাটিতে খেলতে নামে বাংলাদেশ। বাংলাদেশের সামনে নতুন প্রতিপক্ষ হিসেবে মাঠে নামে জর্ডান।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় ম্যাচটি শুরু হয়। রেফারি হিসেবে ম্যাচের দায়িত্ব পালন করছেন চাইনিজ তাইপে থেকে আসা ইউ মিং হাসুন।
বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৭৩ আর জর্ডান রয়েছে ৯১তম অবস্থানে। এবারই প্রথম দেশটির মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শক্তির বিচারে জর্ডান লাল-সবুজ জার্সিধারীদের থেকে বেশ এগিয়ে।
এর আগে অস্ট্রেলিয়ার পার্থে সকারুদের বিপক্ষে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সে ম্যাচে বাজেভাবে হারলেও বড় দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতাকেই ইতিবাচক বলে ভাবছেন দেশের ফুটবলাররা। তারও আগে বাংলাদেশ ঘরের মাঠে বাছাইপর্বের খেলায় কিরগিজস্তানের কাছে হারলেও তাজিকিস্তানের বিপক্ষে ড্র করে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর ২০১৫
এমআর