ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অ্যাতলেতিকোর বিপক্ষে অনিশ্চিত ব্রাভো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
অ্যাতলেতিকোর বিপক্ষে অনিশ্চিত ব্রাভো ছবি : সংগৃহীত

ঢাকা: লা লিগায় নিজেদের পরবর্তী ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। তবে পেশীর ইনজুরির কারণে বার্সার নিয়মিত গোলরক্ষক ক্লদিও ব্রাভোর খেলা নিয়ে সংশয় রয়েছে।



কাতালানদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। ‘ব্রাভো ডান পায়ের পেশীর ইনজুরিতে ভুগছে। কিছু পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। পরবর্তী কয়েকদিন তার মাঠে নামা অনিশ্চিত। ’

শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাগতিক অ্যাতলেতিকোর মুখোমুখি হবে বার্সা। হাইভোল্টেজ ম্যাচটিতে দু’দলেরই লক্ষ্য থাকবে জয়ের ধারা বজায় রাখা। ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টায়।

গত মৌসুমে রিয়াল সোসিয়েদাদ থেকে ন্যু ক্যাম্পে পাড়ি জমান ব্রাভো। এরপর থেকেই লুইস এনরিকের আস্থার প্রতীক হয়ে ওঠেন চিলিয়ান গোলরক্ষক।   ২০১৪-১৫ মৌসুমে লিগের ৩৮ ম্যাচের মধ্যে ৩৭টিতেই তিনি গোলবার সামলান।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।