ঢাকা: ভিডিও গেমসের সুপারস্টার ফুটবলারদের খেলার ধরনকে আর্জেন্টাইন ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসির খেলার মতোই বলে মনে করেন টেনিসের তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। বেলারুশের এ টেনিস তারকা আর্জেন্টাইন অধিনায়কের খেলাকে মজার আর অকল্পনীয় বলেও জানান।
বার্সেলোনার সেরা স্ট্রাইকার মেসির আর্জেন্টিনা বলিভিয়ার বিপক্ষে ম্যাচে ৭-০ গোলের বড় জয় পায়। সে ম্যাচে জোড়া গোল করেন বদলি হিসেবে শেষের দিকে খেলতে নামা মেসি।
সাবেক বিশ্বসেরা প্রমীলা টেনিস তারকা আজারেঙ্কা মেসির ফুটবল প্রায় সময়ই দেখেন বলে জানান, ‘মেসির খেলা আমি মিস করতে চাইনা। তার খেলা দেখলে মনে হয় যেন তিনি ভিডিও গেমসে খেলছেন। মনে হয়, ভিডিও গেমসে কোনো খেলোয়াড়কে দেখছি। এটা সবসময়ই মজার বিষয়। ’
মেসির ফুটবল দক্ষতায় বিস্মিত ২৬ বছর বয়সী আজারেঙ্কা আরও যোগ করেন, আমি বলিভিয়ার বিপক্ষে মেসির খেলা দেখিনি। কারণ, সে সময় নিজের টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত ছিলাম। আর দুই জায়গার সময়টাও ভিন্ন ছিল। তবে, ফুটবল মাঠে তিনি যা করেছেন তা অকল্পনীয়।
ক্যাম্প ন্যু’তে বসে মেসির খেলা দেখেছিলেন জানিয়ে চলমান ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠা আজারেঙ্কা বলেন, ‘মাঠে তিনি একদিক থেকে আরেক দিকে বল নিয়ে এগুচ্ছিলেন। সুযোগ পেলেই নিজের পায়ের জাদু দেখাচ্ছিলেন। ’ মজা করে আজারেঙ্কা আরও বলেন, ফুটবল খেলতে হয় পা দিয়ে। আমি বলতে চাইনা মেসি তার পায়ের জাদু যেভাবে দেখান, আমি আমার হাতের জাদু সেভাবে দেখাতে পারি। তবে, চেষ্টা করি মেসির মতো ভালো কিছু করে দেখাতে।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর ২০১৫
এমআর