ঢাকা: প্রীতি ম্যাচে বলিভিয়াকে ৭-০ গোলে বিধ্বস্ত করলেও মেক্সিকোর বিপক্ষে কোনোরকম ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। শেষদিকে সার্জিও আগুয়েরো ও লিওনেল মেসির গোলের সুবাদে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও সমতায় ফেরে আলবিসেলেস্তেরা।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে খেলা শুরুর ১৯ মিনিটে পেনাল্টি থেকে মেক্সিকোকে লিড এনে দেন হাভিয়ের হার্নান্দেজ। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে মিডফিল্ডার হেক্টর হেরেরার গোলে লিড দ্বিগুন করে মেক্সিকানরা।
ম্যাচের ৭১ শতাংশ বল দখলে রেখে আর্জেন্টিনার ডিফেন্স ব্যস্ত রাখে মেক্সিকো। গোলমুখে মেক্সিকানদের ১২টি শটের বিপরীতে মাত্র ৩টি শট নেয় মেসি-তেভেজ-বানেগারা।
খেলা যখন শেষের দিকে তখনই ম্যাচে ফেরে আর্জেন্টিনা। ৮৫ মিনিটে এজেকুয়েল লাভেজ্জির পাসে এক গোল পরিশোধ করেন সার্জিও আগুয়েরো। এরপরই ডিফেন্সিভ কৌশল বেছে নেয় মেক্সিকো। অন্যদিকে, হার এড়াতে আক্রমণের গতি বাড়ায় জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।
নির্ধারিত সময়ের এক মিনিট আগে আগুয়েরোর অ্যাসিস্টে আর্জেন্টাইনদের সমতায় ফেরান চারবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। অন্যদিকে, জয়ের কাছাকাছি গিয়েও ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে হার্নান্দেজ-হেরেরারা।
এদিকে, অন্যান্য প্রীতি ম্যাচের মধ্যে উরুগুয়েকে ১-০ গোলে হারায় কোস্টারিকা। প্রথমার্ধের ৯ মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক ব্রায়ান রিউজ। পেরু ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ৩৭ মিনিটে স্ট্রাইকার কার্লোস বাক্কার গোলে লিড নেয় কলম্বিয়া। তবে নির্ধারিত সময়ের এক মিনিট আগে জেফারসন ফারফানের গোলে সমতায় ফেরে পেরু।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
আরএম