ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

গোল না পাওয়ায় হতাশ কস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
গোল না পাওয়ায় হতাশ কস্তা ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় দল স্পেনের হয়ে এক রকম যুদ্ধই করতে হচ্ছে দিয়েগো কস্তাকে। ইংলিশ ক্লাব চেলসির হয়ে দুর্দান্ত মৌসুম শেষ করা এ স্ট্রাইকার আন্তর্জাতিক ফুটবলে নিজেকে খুঁজে পাচ্ছেন না।



স্পেনের হয়ে ২০১৪ সালের মার্চে অভিষেকের পর আট ম্যাচে মাত্র একটি গোল করেছেন কস্তা। আর জাতীয় দলে গোল করার দক্ষতা নেই বলেও ফুটবল মহলে সমালোচিত হচ্ছেন তিনি।

সর্বশেষ ইউরো ২০১৬ বাছাই পর্বের ম্যাচে দুর্বল মেসিডোনিয়ার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় স্প্যানিশরা। যেখানে কস্তা আরো একবার ব্যর্থ হন। তবে ভবিষ্যতে আরো ভালো করার ব্যাপারে আশাবাদী তিনি।

কস্তা বলেন, ‘আমাকে আরো উন্নতি করতে হবে। সেই সঙ্গে কিভাবে গোল করতে হয় সে ব্যাপারে আমাকে মনযোগি হতে হবে। আর এর জন্য আমি কঠোর পরিশ্রম করবো। ’

২০১৪ সালের অক্টোবরে কস্তা স্পেনের হয়ে একমাত্র গোলটি করেন। সেবার দেল বস্কের শিষ্যরা লুক্সেমবার্গের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।