ঢাকা: সামার ট্রান্সফার উইন্ডোর শেষদিন পর্যন্ত ডেভিড গি গিয়াকে দলে ভেড়াতে তৎপর ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু, সফল হয়নি স্প্যানিশ জায়ান্টরা।
অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলে সুযোগ পাচ্ছেন না ডি গিয়া। এ মৌসুমে আর্জেন্টাইন তারকা সার্জিও রোমেরো ওল্ড ট্রাফোর্ডে যোগ দেওয়ার পর থেকেই স্প্যানিশ গোলরক্ষককে একাদশের বাইরে রাখছেন কোচ লুইস ফন গাল। এ মৌসুমে তিনি ম্যানইউর হয়ে এক মিনিটের জন্যও খেলার সুযোগ পাননি। যদিও চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের জন্য তাকে স্কোয়াডে রাখা হয়েছে।
এক সাক্ষাৎকারে পেরেজ বলেন, ‘জানুয়ারিতে ডি গিয়াকে দলে নেওয়ার কোনো আগ্রহই আমাদের নেই। এ ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত। যা করার সামার ট্রান্সফার উইন্ডোতেই করেছি। শেষ দিনে ম্যানইউর গাফিলতির কারণেই ট্রান্সফারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব হয়নি। ’
উল্লেখ, ডি গিয়াকে দলে ভেড়ানোর জন্য বেশ আশাবাদী ছিল রিয়াল। ২৯ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি বার্নাব্যুতে যোগ দেবেন। অন্যদিকে, রিয়াল ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমাবেন কেইলর নাভাস। এমন শর্তেই স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তি সম্পন্নে রাজি ছিল রেড ডেভিলসরা। কিন্তু, দলবদলের বাজারের শেষদিনে প্রাসঙ্গিক ডকুমেন্টের অভাবে ট্রান্সফারের কার্যক্রম বাস্তবায়নও সম্ভব হয়নি। পরে এ নিয়ে দুই ক্লাবই একে অপরকে দোষারোপ করে।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
আরএম