ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এক মাস মাঠের বাইরে রদ্রিগেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এক মাস মাঠের বাইরে রদ্রিগেজ জেমস রদ্রিগেজ

ঢাকা: ঊরুর ইনজুরির কারণে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে থাকবেন রিয়াল মাদ্রিদের কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজ। এক বিবৃতিতে স্প্যানিশ জায়ান্টরা বিষয়টি নিশ্চিত করে।

অন্যদিকে, পায়ের ইনজুরিতে পড়ে রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো ত্রিশ দিনের জন্য ছিটকে গেছেন।

গত বুধবার (০৯ সেপ্টেম্বর) নিউ জার্সিতে পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচে বাম পায়ের ঊরুর ইনজুরিতে ভোগেন কলম্বিয়ান মিডফিল্ডার রদ্রিগেজ। অপরদিকে, লা লিগায় শনিবার এসপানিওলের মুখোমুখি হবে রিয়াল। তাই গ্যালাকটিকোদের হয়ে রদ্রিগেজের মাঠে নামা হচ্ছে না।

পেরুর সঙ্গে ১-১ গোলে ড্র করে কলম্বিয়া। ঊরুতে আঘাত পওয়ায় খেলার ৫৯ মিনিটে মাঠ ছাড়েন রদ্রিগেজ। দীর্ঘমেয়াদে মাঠের বাইরে চলে গেলেন কিনা এ নিয়েই তখন শঙ্কা জাগে। অবশেষে শঙ্কাটাই সত্যি হলো।

মাদ্রিদের সানিটাস লা মোরালেজা ইউনিভার্সিটি হাসপাতালে রদ্রিগেজের ঊরুতে পরীক্ষা করানো হয়। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। অন্তত চার সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে।

রিয়ালের হয়ে সর্বশেষ ম্যাচে জোড়া গোল করেন রদ্রিগেজ। শনিবারের ম্যাচটিতে (২৯ আগস্ট) রিয়াল বেটিসকে ৫-০ গোলে বিধ্বস্ত করে রাফা বেনিতেজের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।