ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ডি গিয়ার সঙ্গে ম্যানইউয়ের চুক্তি নবায়ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
ডি গিয়ার সঙ্গে ম্যানইউয়ের চুক্তি নবায়ন ছবি: সংগৃহীত

ঢাকা: শত চেষ্টা করেও ডেভিড ডি গিয়াকে দলে ভেড়াতে ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ। সামার ট্রান্সফার উইন্ডোর শেষদিন পর্যন্ত ডি গিয়াকে দলে ভেড়াতে তৎপর ছিল রিয়াল।

কিন্তু, সফল হয়নি স্প্যানিশ জায়ান্টরা। এদিকে, স্প্যানিশ এ গোলরক্ষকের সঙ্গে চুক্তি নবায়ন করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার উইনাইটেড।

২৪ বছর বয়সী ডি গিয়ার সঙ্গে আরও চার বছরের চুক্তি করেছে রেড ডেভিলসরা।

এ মৌসুমে এখনো ম্যানচেস্টার ইউনাইটেডের একাদশেই সুযোগ পাননি ডি গিয়া। কারণ, এ মৌসুমেই ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমান আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো। এখন পর্যন্ত ম্যানইউর হয়ে ছয়টি ম্যাচেই তিনি মাঠে নেমেছেন।

অপরদিকে, সম্ভাব্য ক্লাব ছাড়ার গুঞ্জনে এক ম্যাচেও সুযোগ পাননি ডি গিয়া। তবে স্প্যানিশ গোলরক্ষককে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের স্কোয়াডে রেখেছেন কোচ লুইস ফন গাল। তারই ধারাবাহিকতায় ডি গিয়ার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি নবায়ন করল ক্লাবটি।

ক্লাব ছাড়ার গুঞ্জন উঠলেও নিজে থেকে কখনোই ডি গিয়া ক্লাব ছাড়ার ইচ্ছা ব্যক্ত করেননি এমনটি জানিয়ে তিনি বলেন, আমি সবসময় ওল্ড ট্রাফোর্ডেই থেকে যাওয়ার আগ্রহ দেখিয়েছি। ম্যানইউয়ের হয়ে নতুন চুক্তি হওয়ায় আমি আনন্দিত। এখানকার সকল খেলোয়াড় আর সমর্থকরা আমাকে বাড়তি উৎসাহ যোগায়। ম্যানইউ আমার জন্য বিশেষ কিছু আর ওল্ড ট্রাফোর্ড আমার ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে বিশেষ ভূমিকা রেখে চলেছে।

ডি গিয়া আরও যোগ করে বলেন, নতুন চুক্তি হওয়ায় আমি দলের সতীর্থদের নিয়ে আরও ভালো কিছু করে দেখাতে চাই। পিছনের ভুলগুলো শুধরে নিয়ে সামনের দিকে তাকাতে চাই। নিজের কাজে মনোযোগ দিয়ে দলকে সাফল্য এনে দিতে আমি প্রস্তুত।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে সিএসকে মস্কো, পিএসভি ও উলফসবার্গের মুখোমুখি হবে রেড ডেভিলসরা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।