ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দ্রুততম মানব মেজবাহ, মানবী শিরিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
দ্রুততম মানব মেজবাহ, মানবী শিরিন (ফাইল ফটো)

ঢাকা: জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব হয়েছেন মেজবাহ আহমেদ। তিনি ১০ দশমিক ছয় শূন্য সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানব হন।

আর ১২ দশমিক দুই শূন্য সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শুক্রবার ১০০ মিটারের মুকুট ধরে রাখেন মেজবাহ। আর মেয়েদের ১০০ মিটারে শিরিন সেরা হন। দুই অ্যাথলেটের লক্ষ্য এখন এসএ গেমসে স্বর্ণ জয়।

বালক বিভাগে নৌবাহিনীর ইমরান ১০.৭০ ও সেনাবাহিনীর মেহেদী ১০.৮০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় ও চতুর্থ হয়েছেন। তারা যথাক্রমে রূপা ও ব্রোঞ্জ পান।

বালিকা বিভাগে ১২.৩০ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছেন জাকিয়া সুলতানা আর ১২.৩৭ সেকেন্ড সময় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর শামসুন নাহার চুমকি ব্রোঞ্জ জিতেছেন।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।