ঢাকা: বরাবরই লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ নেইমার। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয়সূচক গোল করায় আর্জেন্টাইন তারকার ভূয়সী প্রশংসা করেছেন ব্রাজিলিয়ান সেনসেশন।
বদলি হিসেবে মাঠে নেমে বার্সাকে জয় উপহার দেন মেসি। ভিসেন্তে কালদেরনে ৫১ মিনিটে ফার্নান্দো তোরেসের গোলে লিড নেয় স্বাগতিকরা। তবে চার মিনিট পরেই অসাধারণ ফি-কিকে কাতালানদের সমতায় ফেরান নেইমার। ৬০ মিনিটে ইভান রাকিটিচের বদলি হিসেবে মাঠে নামার ১৭ মিনিটের মাথায় লুইস সুয়ারেজের পাসে এ মৌসুমে গোলখরা কাটান মেসি।
এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘অ্যাতলেতিকোর বিপক্ষে দ্রুত সময়ে সমতায় ফেরাটা গুরুত্বপূর্ণ ছিল। পরে মেসির আগমনে ম্যাচের চিত্রটাই বদলে যায়। সে সব সময়ই একটা পার্থক্য গড়ে দেয়। তার গোলেই আমাদের জয় নিশ্চিত হয়। ’
ব্রাজিলিয়ান অধিনায়ক উল্লেখ করেন, ‘মেসিকে দলে পাওয়ায় আমরা গর্বিত। কঠিন পরিস্থিতিতে সে সবকিছু বদলে দিতে পারে। মাঠে সবকিছুই তার পক্ষে যায়। কীভাবে ম্যাচ জিততে হয় তা তার ভালো করেই জানা। বদলি হিসেবে মাঠে নেমে সে যেভাবে প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করে তা সত্যিই প্রশংসার দাবিদার। ’
মৌসুমের প্রথম তিন ম্যাচেই প্রত্যাশিত জয় পায় বার্সা। অ্যাথলেতিক বিলবাও, মালাগা ও অ্যাতলেতিকোকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কাতালানরা। সাফল্যধারা বজায় রাখতে পারলে এ মৌসুমেও হয়তো লিগ শিরোপা জিতবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা!
তবে এখনই এ নিয়ে ভাবতে রাজি নন নেইমার। ‘এতো তাড়াতাড়ি কিছু বলা ঠিক হবে না। কিন্তু, এটা সত্য যে মৌসুমের শুরুটা আমাদের ভালো হয়েছে। তিনটি ভালো দলের বিপক্ষে জয় পাওয়াটা আমাদের কঠোর পরিশ্রমেরই ফসল। ’
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আরএম