ঢাকা: বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ২০০ মিটারের শিরোপা জয়ী তারকা উসাইন বোল্টের নামে স্কুল খুলতে যাচ্ছে জ্যামাইকান সরকার। বোল্টের জন্মস্থান ট্রেলনিতে হবে স্কুলটি।
মূলত গতির রাজার প্রতি শ্রদ্ধা রেখে জ্যামাইকার সরকার স্কুলটি প্রতিষ্ঠা করতে যাচ্ছে।
বোল্টের নামে স্কুল প্রতিষ্ঠার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়ামন্ত্রী নাতালি নেইতা। তিনি জানান, বোল্টের নামে স্কুলটি হবে অ্যাথলেটদের জন্য। তাদের সুযোগ-সুবিধা দিতে এ স্কুল তৈরির পেছনে ব্যয় হবে ২ লাখ ২০ হাজার ইউএস ডলার।
তিনি আশা প্রকাশ করেন, জ্যামাইকার নতুন অ্যাথলেটদের আরও ভালো ভাবে উঠে আসতে নতুন প্রজেক্টটি কাজে দেবে। বোল্টের নামে তৈরি হতে যাওয়া স্কুলটিতে অনেক দেশি-বিদেশি নামকরা অ্যাথলেটরা কাজ করবেন বলে আশা প্রকাশ করেন ক্রীড়ামন্ত্রী।
২০০৮ সালের পর থেকে ২০০ মিটারের ইভেন্টে বোল্টকে কেউ হারাতে পারেননি। টানা চারবার ২০০ মিটারে স্বর্ণ জেতেন তিনি। ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে এর আগে কেউ টানা তিনবারের বেশি চ্যাম্পিয়ন হতে পারেননি। আর তাই বোল্টকে সম্মান জানিয়ে জ্যামাইকান সরকার তার নামে স্কুল গড়তে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৫
এমআর