ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভয়ঙ্কর রোনালদো-রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ভয়ঙ্কর রোনালদো-রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা ছবি : সংগৃহীত

ঢাকা: নতুন মৌসুমের শুরুতে পূর্বের কালো ছায়া পড়েছিল রিয়াল মাদ্রিদের ওপর। লা লিগায় স্পোর্টিং গিজনের সঙ্গে গোলশূন্য ড্র।

তবে চেনা রুপে ফিরতে সময় লাগেনি গ্যালাকটিকোদের। পরের দুই ম্যাচে প্রতিপক্ষের ওপর ভয়ঙ্কর আক্রমণ। ফলাফল দুই ম্যাচে ১১-০।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে শাখতার দোনেস্কের মুখোমখি হতে যাচ্ছে রিয়াল। আর এ ম্যাচে ইউক্রেনিয়ান দলটিকে দুমড়ে-মুচড়ে দিতে কঠোর অনুশীলনে করছে রাফায়েল বেনিতেজের অধীনে দলটি।

এসপিওনালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৬-০ ব্যবধানে জয় পায় গত মৌসুমের শিরোপা শূন্য দলটি। সেই ম্যাচটিকে পুরোপুরি একপেশে করে রাখেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। একাই পাঁচ গোল করে প্রতিপক্ষ দলকে বুঝিয়ে দেন ‘আমিই সিআর সেভেন’।

নতুন মৌসুমে প্রথম দুই ম্যাচে গোল না পাওয়ায় বেশ বিরক্তির ছাপ দেখা যায় ব্যালন ডি’অর জয়ী তারকা রোনালদোর মুখে। তবে তৃতীয় ম্যাচে তিনি এতটাই হিংস্র হয়ে উঠেন যে, পরে ক্লাব সতীর্থ সার্জিও রামোস তাকে ‘পাশবিক ফুটবলার’ বলেন।

এদিকে এসপিওনালের বিপক্ষে পাঁচ গোল করে ক্লাবের সাবেক কিংবদন্তি ফুটবলার রাউল গঞ্জালেসকে ছাড়িয়ে লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রোনালদো। রাউলের ৫৫০ ম্যাচে ২২৮ গোলের বিপরীতে এখন পর্যন্ত ২০৩ ম্যাচে ২৩০টি গোল করেছেন পর্তুগিজ অধিনায়ক।

অন্যদিকে রোনালদোর সামনে আরো একটি রেকর্ড হাতছানি দিচ্ছে। স্প্যানিশ সাবেক ফুটবলার রাউল রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ ৩২৩টি গোল করেছিলেন। বর্তমানে রোনালদোর গোল ৩১৮টি। তাই সমর্থকদের বিশ্বাস খুব দ্রুতই এই রেকর্ড পার করবেন বিশ্ব ফুটবলের স্টাইলিশ এ আইকন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।