ঢাকা: কড়া নাড়ছে সাউথ এশিয়ান গেমস ও অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ। আসর দুটিকে সামনে রেখে ফের সঙ্কটের মুখোমুখি হকি ফেডারেশন।
খেলোয়াড়দের টার্ফে নামার আগেই স্থগিত হয়ে গেল জাতীয় দলের ক্যাম্প। ফেডারেশন কর্তাদের ডাকা জরুরী বৈঠক থেকে আসে নীতিগত এই সিদ্ধান্তটি। তবে ফেডারেশন সভাপতি এয়ার মার্শাল আবু এসরার দেশে ফিরলেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন হকি সংগঠকরা।
প্রায় আড়াই ঘণ্টার সভা শেষে জানা যায়, এটা ফেডারেশনের গভর্নিং বডির (জিবি) কোন সভা নয়, তাই এই সভায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া যায়নি। তবে এই সপ্তাহের মধ্যে খেলোয়াড়দের অনুশীলন ক্যাম্প শুরু ও কোচের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আবদুস সাদেকের সভাপতিত্বে ওই বৈঠকে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ, নির্বাচক কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম কিমসত, সদস্য হাজী মনোয়ার, জাকি আহমেদ রিপন, মাহবুব এহসান রানা, আবু জাফর তপন ও কোষাধ্যক্ষ কাজী মইনুজ্জামান পিলা।
অবশ্য সভা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে যে বিদ্রোহীদের ফেরানো না গেলে সার্ভিসেস দলের খেলোয়াড়দের নিয়ে শুরু হবে এসএ গেমস ও এশিয়া কাপের ক্যাম্প। ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ এমনটাই নিশ্চিত করেছেন। তিনি আরো জানান বিদ্রোহীদের বিষয়ে এবং ঘরোয়া লিগ প্রসঙ্গে সিদ্ধান্ত নেবেন ফেডারেশন সভাপতি।
বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৫
আরএসএল/এমআর