ঢাকা: প্রাথমিক পরিচয়পর্ব শেষ হয়েছে আগেই। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ছাত্রদের নিয়ে অনুশীলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কাজ শুরু করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নবাগত কোচ ফ্যাবিও লোপেজ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) টার্ফে সাদামাটা অনুশীলনের দিনে লোপেজের সাথে উপস্থিত ছিলেন দুই ডেপুটি কোস্তানটিনো জোক্কারিনি ও অ্যাঞ্জেলো পাভিয়া। এদিন দেখা মেলে বাংলাদেশি কোচ সাইফুল বারী টিটুরও। শিষ্যদের স্বল্প সময়ের গুরুশিক্ষা দেয়ার পর লোপেজ জানান পুরনো কথাটাই, ‘যারা পারফর্ম করতে পারবে তারাই থাকবে চূড়ান্ত দলে। ’
৫ দিনের অনুশীলনের পর লোপেজের ৪১ সদস্যের প্রাথমিক বিশাল স্কোয়াডটা অনেকটাই ছোট হয়ে আসবে। ইতালিয়ান কোচের এই ‘ছোট’ দলে ঠাঁই পাওয়ার প্রবল ইচ্ছেটা প্রায় সব ফুটবলারের শরীরি ভাষাতেই বোঝা গেছে। পায়ের কারুকার্য দেখানোর সঙ্গে বল নিয়ন্ত্রণের চেষ্টাও ছিল মামুনুলদের। কিন্তু ভাদ্রের তীব্র দাবদাহ নিয়ন্ত্রণের সাধ্য কার! যে কারণে প্রায়ই অস্বস্তিতে দেখা যায় ইতালিয়ানদের। আরেকটু ছোট করে বললে প্রধান কোচ লোপেজকে। বাংলাদেশের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে ‘ইতালিয়ানম্যানে’র যে কিছুটা সময় লাগবে সেটা অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে।
প্রাথমিক বাছাইয়ে থাকা ফুটবলারদের মধ্যে তারকারাই ছিলেন পাদ-প্রদীপে। মামুনুল, এমিলি, রায়হানরা যেমন লাইমলাইটে ছিলেন তেমনি স্পট লাইট খুঁজে বেড়িয়েছে জামাল ভূঁইয়া ও হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসকে। চোটে থাকা হেমন্ত আসতে পারেননি অনুশীলনে। জামালের অনুপস্থিতির কারণ ডেনমার্কে স্বপরিবারে সময় কাটাচ্ছেন তিনি। শিগগিরই তারও লোপেজের তাবুর নীচে ফেরার কথা।
মাত্র ৪ মাসের জন্য নিযুক্ত কোচের কাছ থেকে এখনই অবশ্য তেমন কিছুর প্রত্যাশা নেই। বাংলাদেশের অন্তর্বর্তীকালিন কোচ তাই এদিন ছিলেন স্বল্পভাষী। তার অভিব্যক্তি বলে দিচ্ছে কথায় নয়, বরং কাজে প্রমাণ দিতে চান তিনি। তাই রাশিয়া বিশ্বকাপের পরবর্তী বাছাইপর্বের দিকেই চোখ লোপেজের, ‘কার্যত সাফ চ্যাম্পিয়নশিপ নয়, বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখেই আমরা কাজ করছি। ’
প্রথম দিনের ছোট পরিসরের অনুশীলনে ছাত্রদের প্রসঙ্গে তার দৃষ্টিভঙ্গি কেমন জানতে চাইলে ইতালিয়ান কোচ শুধু বলেন, ‘যারা ভালো পারফর্ম করবে তারাই চূড়ান্ত স্কোয়াডে থাকবে। অনুশীলন সবে মাত্র শুরু হয়েছে, তাই বেশি কিছু বলার নেই। ’
অবশ্য গুরু সম্পর্কে সম্যক ধারণা ইতোমধ্যেই পেয়েছেন গুটি কয়েক ফুটবলার। গণমাধ্যমকে এমিলি-ওয়াহেদরা তো বলেই দিয়েছেন লোপেজের অধীনে প্রথম দিনটা দারুণ কেটেছে তাদের। ভাবী কোচের অধীনে ভালো করার প্রত্যয় ফুটবলারদের কণ্ঠেও।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৫
আরএসএল/এমআর