ঢাকা: একচ্ছত্র আধিপত্যে মীর আকতার হোসেন লিমিটেড জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা শেষ করেছে বিকেএসপি। বৃহস্পতিবার সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সমাপ্ত এই আসরে মোট ৭১টি স্বর্ণ, ৭২টি রৌপ্য এবং ৩৬টি ব্রোঞ্জ পদক জিতেছেন বিকেএসপি সাঁতারুরা।
বিকেএসপির এই সাফল্য ছাপিয়ে প্রাদ প্রদীপে চলে এসেছে আসরে রেকর্ডের ছড়াছড়ির ঘটনাগুলো। শেষ দিনে সাঁতারের ত্রিশটি ইভেন্টের ৯টিতে নতুন রেকর্ডের সৃষ্টি হয়েছে। এ ছাড়া ডাইভিংয়ে ৩টি ইভেন্টের ২টি দেখেছে নতুন মাইলফলক । সবমিলিয়ে পুরো প্রতিযোগিতায় মোট ২৭টি ইভেন্টে সাঁতারুরা নতুন দিগন্তের উন্মোচন করেছেন।
সদ্য সমাপ্ত আসরটিকে ব্যক্তি পর্যায়ে নিলে প্রতিযোগিতাটা হয়ে থাকল শুধু আরিফুল ইসলাম ও রুপা আক্তারের। বিকেএসপির এই দুই সাঁতারুর মাথায় উঠেছে আসরের শ্রেষ্ঠত্বের মুকুট। সুইমিংয়ে নীল জলে বালক বিভাগে আরিফুল এবং বালিকা বিভাগে রুপা সবচেয়ে বেশি স্বর্ণপদক জিতেছেন।
প্রতিযোগিতা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌ প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং মীর আকতার হোসেন লিমিটেডের পরিচালক নাবা-ই-জাহির।
প্রতিযোগিতার শেষ দিনে রেকর্ডনামা (হ্যান্ড টাইমিং অনুযায়ী):
১০০ মিটার ফ্রি স্টাইলে (১০ বছর বালক) এনামুল হক (বিকেএসপি, ১ মিনিট ১২.৯৬ সেকেন্ড)।
১০০ মিটার ফ্রি স্টাইলে (১০ বছর বালিকা) রূপা খাতুন (বিকেএসপি, ১ মিনিট ১২.৫১ সেকেন্ড)।
২০০ মিটার ইন্ডিভিজুয়াল মিডলে (১৮-২০ বছর যুব) আরিফুল ইসলাম (বিকেএসপি, ২ মিনিট ১৮.১৩ সেকেন্ড)।
৪০০ মিঃ ফ্রিস্টাইল : (১৮-২০ বছর যুব) আরিফুল ইসলাম (বিকেএসপি, ৪ মিনিট ২৮.৬৯ সেকেন্ড)।
৫০ মিটার বাটারফ্লাই : (১০ বছর বালক), আবু ইউসুফ (বাংলাদেশ আনসার, ৩৩.৪৩ সেকেন্ড)।
৫০ মিটার বাটারফ্লাইয়ে : (১০ বছর বালিকা) রুম্পা খাতুন (বিকেএসপি, ৩৯.২ সেকেন্ড)।
২০০ মিটার ব্যাক স্ট্রোক : (১৫-১৭ বছর বালিকা) সুরাইয়া আক্তার (বিকেএসপি, ২ মিনিট ৫০.৪২ সেকেন্ড)।
৫০ মিটার ফ্রি স্টাইল : (১৮-২০ বছর যুব) আরিফুল ইসলাম (বিকেএসপি, ২৪.৮৭ সেকেন্ড)।
১০০ মিটার ব্যাক স্ট্রোকে (১১-১২ বছর বালিকা) রাশেদা খাতুন (বাংলাদেশ আনসার, ১ মিনিট ২১.৪৪ সেকেন্ড)।
ডাইভিংয়ে ৫ মিটার প্লাটফর্ম ডাইভিং : নাসিম হোসেন (বিকেএসপি, পয়েন্ট: ১৯৮.৬০)।
৩ মিটার বোর্ড ডাইভিং: নাসিম হোসেন (বিকেএসপি, পয়েন্ট: ১৯৩.৭৫)।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৫
আরএসএল/এমআর