ঢাকা: হঠাৎ করেই বরখাস্ত করা হলো ফিফা মহাসচিব জেরোমি ভালকেকে। ফলে আবারও ব্যাকফুটে চলে গেল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
বৃহস্পতিবার ফিফার এক বিবৃতিতে ভালকের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
ফরাসি ফুটবল সংগঠক হিসেবে পরিচিত ভালকে। তিনি ২০০৭ সাল থেকে ফিফার দায়িত্ব পালন করেন। গত মে মাসে জুরিখের এক হোটেল থেকে সুইস পুলিশ ফিফার শীর্ষ সাত কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করে। সে সময় অভিযোগ তোলা হয় ভালকের বিরুদ্ধেও। কিন্তু, সঠিক প্রমাণাদির অভাবে তাকে গ্রেফতার করা যায়নি।
ভালকেকে বরখাস্তের পর ফিফার এক বিবৃতিতে জানানো হয়, ফিফার সবধরনের কার্যক্রম থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। ভালকেকে সাময়িক নির্বাসন দেওয়া হয়েছে।
একটি সূত্র থেকে জানা যায়, ব্রাজিল বিশ্বকাপের টিকিট অবৈধভাবে বিক্রি করে বিশাল অংকের টাকা আত্মসাৎ করেন। তার বিরুদ্ধে তদন্তকারী দল তৈরি করেছে ফিফা। তদন্তকারী দলের রিপোর্ট না পাওয়া পর্যন্ত ভালকেকে ফিফার সবধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর ২০১৫
এমআর