ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

উড়ন্ত রোনালদো, সামনে এবার গ্রানাডা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
উড়ন্ত রোনালদো, সামনে এবার গ্রানাডা ছবি: সংগৃহীত

ঢাকা: আজ রাতে আবারো মাঠে নামছে রাফায়েল বেনিতেজের রিয়াল মাদ্রিদ। আর ক্লাবের হয়ে আরেকটি ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দলটির তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

স্প্যানিশ লা লিগায় গ্রানাডাকে নিজেদের মাঠে আতিথেয়তা দেবে লা গ্যালাকটিকোরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে গ্রানাডার বিপক্ষে মাঠে নামবে লা লিগার নতুন মৌসুমে তিন ম্যাচের কোনোটিতেই না হারা রিয়াল। সর্বশেষ তিন ম্যাচে তারা ১৫টি গোল করেছে। যার মধ্যে রোনালদোর একারই রয়েছে ৮টি গোল।

আর এ ম্যাচে রোনালদোর রয়েছে ক্লাবের হয়ে সর্বকালের সেরা গোলদাতা হবার হাতছানি। মাত্র দুটি গোল পেলেই ছুঁয়ে ফেলবেন রিয়ালের হয়ে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে রাউলের করা সর্বোচ্চ গোলের (৩২৩) রেকর্ড।

রিয়ালের হয়ে চারশ’র বেশি ম্যাচ খেলে রাউল গঞ্জালেসের ৩২৩ গোলের রেকর্ড থেকে মাত্র দুই গোলে পিছিয়ে রয়েছেন রোনালদো। তবে ক্লাবের দাবি রাউলের চেয়ে মাত্র এক গোলে পিছিয়ে রয়েছেন পর্তুগিজ তারকা। কারণ ২০১০ সালে রোনালদোর দেওয়া একটি গোল রেফারির রিপোর্টে পেপের নামের পাশে লেখা হয়েছে।

নতুন মৌসুমের শুরুতে পরপর দুই ম্যাচে লা লিগায় কোনো গোল পাননি রোনালদো। এমনকি গোল পাননি নিজের দেশের জার্সি গায়ে প্রীতিম্যাচেও। লা লিগার প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল স্পোর্টিং গিজনের বিপক্ষে গোলশূন্য ড্র’র পর দ্বিতীয় ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে বেনিতেজের শিষ্যরা ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পায়। তবে, প্রথম দুটি ম্যাচের একটিতেও প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে পাননি রোনালদো।

লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচে এসপানিওলের বিপক্ষে ম্যাচে পর্তুগিজ অধিনায়ক একাই করেন ৫ গোল, বেনজেমাকে দিয়ে করান এক গোল। দলকে জেতান ৬-০ গোলের ব্যবধানে। সে ম্যাচে ১৩ মিনিটের ব্যবধানে করেন হ্যাটট্রিক। মৌসুমে প্রথমবারের মতো প্রতিপক্ষের জাল খুঁজে পেতে রোনালদোকে সময় নিতে হয় মাত্র ৭ মিনিট। সপ্তম মিনিটে প্রথম গোলের দেখা পাওয়া এ তারকা পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে ম্যাচের ১৭ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন। আর ২০ মিনিটের মাথায় আরেকটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো।

গোল মেশিন পরিচয়টা আবারো বিশ্বফুটবলে জানান দিতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে শাখতার দোনেস্কের বিপক্ষে হ্যাটট্রিক করেন রোনালদো। সে ম্যাচে ৪-০ গোলে জয় পায় রিয়াল।

লা লিগায় নিজেদের চতুর্থ ম্যাচে গ্রানাডার বিপক্ষে মাঠে নামার আগে তাই ফোকাসটা রোনালদোর দিকেই। তার উপর থাকছে রাউলকে ছাড়িয়ে যাওয়ার একক রেকর্ড।

গ্রানাডার বিপক্ষে এ ম্যাচে থাকতে পারছেন না রিয়ালের ওয়েলস তারকা গ্যারেথ বেল। ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছেন তিনি। এছাড়া থাকছেন না দলপতি সার্জিও রামোস। কাঁধের চোটে তিনিও মাঠের বাইরে। রাফায়েল ভারানেকেও পাচ্ছেনা রিয়াল। অ্যাঙ্কেল ইনজুরিতে পড়েছেন তিনি। এদিকে, আগে থেকেই চোটের সঙ্গে লড়ছেন কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজ। দানিলোকেও চোটের কারণে পাচ্ছেন না নতুন কোচ বেনিতেজ।

গ্রানাডার বিপক্ষে পরিসংখ্যানে অনেক এগিয়ে রিয়াল। এর আগে বার্নাব্যুতে ২১বার মুখোমুখি হয় দুই দল। যার ১৮টিতেই জয় তুলে নেয় রিয়াল। দুটি ড্র’র পাশাপাশি একটি ম্যাচে হারে লা গ্যালাকটিকোরা। এ পর্যন্ত দুই দলের আটবারের সাক্ষাতের সাতটিতেই জেতে রিয়াল। ২০১২-১৩ মৌসুমে একটি ম্যাচ জিতেছিল গ্রানাডা। তবে, গত এপ্রিলে রিয়ালের মাঠ থেকে ৯-১ গোলে হারা গ্রানাডার বিপক্ষে রোনালদো করেছিলেন ৫টি গোল।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।