ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ব্যালন ডি’অরের যোগ্য বুফন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
ব্যালন ডি’অরের যোগ্য বুফন ছবি : সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে অসাধারণ জয় তুলে নিয়েছে বর্তমান রানার্সআপ জুভেন্টাস। ২-১ ব্যবধানের এই জয়ের ম্যাচে অসাধারণ পারফর্ম করেন জুভি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।

আর ম্যাচ শেষে ইতালিয়ান জায়ান্ট দলটির সাবেক মিডফিল্ডার আন্দ্রে পিরলো জানান, বুফন ইতিহাসের সেরা গোলরক্ষকদের মধ্যে অন্যতম।

এদিকে সে ম্যাচ শেষে বর্তমান লিগ চ্যাম্পিয়নস জুভির স্ট্রাইকার আলভারো মোরাতা জানিয়েছেন, অধিনায়ক বুফন ব্যালন ডি’অরের অন্যতম প্রতিদ্বন্দ্বী।

৩৭ বছরের অভিজ্ঞ বুফনের দারুণ পারফর্মে গতবার ঘরোয়া লিগে ডাবল শিরোপা জেতে জুভেন্টাস এবং সেই সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও ওঠে দলটি। মোরাতা বিশ্বাস করেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার বুফনের হাতেই ওঠা উচিৎ। যা ২০১৬ সালের ১১ জানুয়ারিতে দেওয়া হবে।

এক সাক্ষাতকারে মোরাতা বলেন, ‘জিজি (বুফন) ব্যালন ডি’অরের যোগ্য। ব্যাপারটি আসলে অন্যরকম যে গোলরক্ষকরা শুধুমাত্র গোল্ডেন গ্লাভস পুরস্কার পায়। ’

স্প্যানিশ এ ফুটবলার আরও বলেন, তার সতীর্থ হিসেবে ও প্রতিপক্ষ হিসেবে খেলতে পারাটা আমার জন্য অনেক সম্মানের। আন্তর্জাতিক ফুটবলে আমি তার বিপক্ষে বেশ কয়েকবার খেলেছি।

এদিকে জুভেন্টাসের আরেক তারকা মিডফিল্ডার পল পগবাও ভবিষ্যতে ব্যালন ডি’অর জিতবেন বলে মোরাতা বিশ্বাস করেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।