ঢাকা: রিয়াল মাদ্রিদের হয়ে একের পর এক রেকর্ডের গন্ডি পেরিয়া যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর পর্তুগিজ তারকার এমন সাফল্যকে ‘অবিশ্বাস্য’ বললেন দলটির সাবেক কিংবদন্তি তারকা রাউল গঞ্জালেস।
আর মাত্র দুটি গোল করলেই রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে রাউলের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হবেন রোনালদো। সাবেক স্পেন স্ট্রাইকার রাউল ৩২৩টি গোল নিয়ে এখন পর্যন্ত শীর্ষে রয়েছেন।
এদিকে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে লা লিগার ম্যাচে গ্রানাডার বিপক্ষে মাঠে নাবমে লস ব্লাঙ্কসরা। আর এই ম্যাচেই হয়ত গ্যালাকটিকোদের রেকর্ড বয় হতে পারেন সিআর সেভেন খ্যাত রোনালদো।
এ প্রসঙ্গে রাউল বলেন, ‘আসলে ফুটবল বিশ্বে এই মুহূর্তে রোনালদো ও মেসির মধ্যে কোন তুলনা করা যাবে না। তারা ইতিহাসের অন্য জায়গায় চলে গেছে। তবে রোনালদো অবিশ্বাস্য, সে ছয় বছরের মধ্যে প্রচুর সাফল্য অর্জন করেছে। প্রতি মৌসুমে তার গোলের গড় ৫০টি। যেখানে ২০টি গোল করাই কষ্টসাধ্য। ’
তিনি আরো বেলন, ‘আমার রেকর্ড ভেঙে যাচ্ছে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি সবসময় চাই দল ভালো খেলুক আর শিরোপা অর্জন করুক। ’
লা লিগার নতুন মৌসুমে তিন ম্যাচের কোনোটিতেই না হারেনি রিয়াল। সর্বশেষ তিন ম্যাচে তারা ১৫টি গোল করেছে। যার মধ্যে রোনালদোর একারই রয়েছে ৮টি গোল।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এমএমএস