ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নয় জনের আর্সেনালের বিপক্ষে চেলসির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
নয় জনের আর্সেনালের বিপক্ষে চেলসির জয় ছবি : সংগৃহীত

ঢাকা: অবশেষে জয়ে ফিরলো চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে চিরপ্রতিদ্বন্দ্বী আর্সেনালের বিপক্ষে ২-০ গোলে জয় পেল হোসে মরিনহোর শিষ্যরা।

ব্লুজদের হয়ে একটি করে গোল করেন কার্ট জোউমা ও এডেন হাজার্ড।

স্ট্যামফোর্ড ব্রিজে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে খেলার প্রথমার্ধ অবশ্য বল দখলে আর্সেনালই এগিয়ে ছিল। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে চেলসির স্ট্রাইকার দিয়েগো কস্তা ও আর্সেনাল ফুটবলার গ্যাব্রিয়েল পাউলিস্তা বিবাদে জড়ালে রেফারি দু’জনকেই হলুদ কার্ড দেখান।

কিন্তু হলুদ কার্ড পেয়েও শান্ত থাকেন নি গ্যাব্রিয়েল। তিনি কস্তার সঙ্গে আবারো ফাউল করলে রেফারি এবার তাকে লাল কার্ড দেখান। আর দশ জনের দলে পরিণত হয় গানাররা। পরে গোলশুন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে সফরকারীদের চেপে ধরে চেলসি। এরই সুবাদে ম্যাচের ৫৩ মিনিটে সেস ফেব্রিগাসের সহায়তায় স্বাগতিকদের লিড এনে দেন জোউমা।

এদিকে ম্যাচে প্রথমার্ধে হলুদ কার্ড পাওয়া আর্সেনাল ফুটবলার স্যান্টি কাজোরলা ৭৯ মিনিটে আবারো ফাউল করলে রেফারি তাকে লাল কার্ড দেখান। সেই সঙ্গে নয় জনের দলে পরিণত হয় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

আর্সেনালকে এবার দুর্বল পেয়ে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় চেলসি। একের পর এক শট ঠেকাতে থাকেন সফরকারী ডিফেন্ডাররা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে (৯১) লোইক রেমির অ্যাসিস্টে অসাধারণ একটি গোল করে ব্লুজদের লিড দ্বিগুন করেন বেলজিয়ান তারকা হাজার্ড।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মনিরহোর শিষ্যরা। এই জয়ের ফলে টানা দুই ম্যাচে হারের পর সাফল্য পেল বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। আর ছয় ম্যাচে সাত পয়েন্টে লিগ টেবিলের ১৫ থেকে ১০তম অবস্থানে উঠে এলো দলটি। অন্যদিকে ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে আর্সেনাল। পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।