ঢাকা: ফরাসি লিগ ওয়ানের ম্যাচে নাটকীয়ভাবে জয় তুলে নিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। পিছিয়ে পড়েও রেইমসের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে অতিথি হিসেবে খেলতে নামা পিএসজি।
এ ড্রয়ের পরেও পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল পিএসজি। ৬ ম্যাচ খেলে লরা ব্লার শিষ্যদের অর্জন ১৪ পয়েন্ট।
পিএসজির হয়ে ম্যাচের শুরুতে মাঠে নেমেছিলেন ভ্যান ডার উইল, মারকুইনহোস, থিয়াগো সিলভা, ভেরাত্তি, লুকাস, পাস্তোরে, লাভেজ্জি আর জ্লাতান ইব্রাহিমোভিচ। এছাড়া বদলি হিসেবে নামেন এডিনসন কাভানি, অ্যাঞ্জেল ডি মারিয়া আর ব্লেইস মাতুইদি।
তবে, তারকা সমৃদ্ধ পিএসজি স্বাগতিক রেইসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে কোনো গোল আদায় করে নিতে পারেনি। উল্টো ম্যাচের ৮৩ মিনিটে গোল হজম করে পিএসজি। জর্ডানের গোলে লিড নেয় রেইমস। এক মিনিট যেতে না যেতেই নাটকীয়ভাবে সমতায় ফেরে অতিথি পিএসজি। এডিনসন কাভানির গোলে সমতায় ফেরে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে জয় পাওয়া ফরাসি জায়ান্টরা। পাস্তোরের অ্যাসিস্ট থেকে গোলটি করেন কাভানি।
নির্ধারিত সময় শেষে আর কোনো দল লিড নিতে পারেনি। ফলে, ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর ২০১৫
এমআর