ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মাঠে ফিরছেন আলভেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
মাঠে ফিরছেন আলভেজ ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচেই ইনজুরি আক্রান্ত হন দানি আলভেজ। এরপর দু’টি লিগ ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে দলের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

তবে লেভান্তের বিপক্ষে ম্যাচ দিয়েই বার্সেলোনার হয়ে মাঠে নামতে পারেন ৩২ বছর বয়সী এ রাইট ব্যাক।

রোববার (২০ সেপ্টেম্বর) নিজেদের চতুর্থ লিগ ম্যাচে লেভান্তের মুখোমুখি হবে বার্সা। ন্যু ক্যাম্পে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টায়।

এক সাক্ষাৎকারে বার্সা কোচ লু্‌ইস এনরিক বলেন, ‘আলভেজ তার ফিটনেস সমস্যা কাটিয়ে এখন অনেকটাই স্বাভাবিক বোধ করছে। এটা দলের জন্যও একটি সুসংবাদ। লেভান্তের বিপক্ষে তার খেলার সম্ভাবনা রয়েছে। ’

অবশ্য, আলভেজের প্রথম একাদশে থাকা নিশ্চিত নয়। বদলি হিসেবে তিনি মাঠে নামতে পারেন। অন্যদিকে, মিডফিল্ডার হলেও ব্রাজিলিয়ান তারকার অনুপস্থিতিতে রাইট ব্যাক হিসেবে খেলেন সার্জিও রবার্তো। লেভান্তের বিপক্ষেও তিনি একই পজিশনে নামতে পারেন।

গত ২৩ আগস্টের পর থেকেই দলের বাইরে আলভেজ। অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটিতে ১৯ মিনিটের মাথায় ইনজুরি আক্রান্ত হয়ে তিনি মাঠ ছাড়েন। অন্যদিকে, ইনজুরির কারণে কাতালানদের দুই ডিফেন্ডার ডগলাস সান্তোস ও থমাস ভারমাইলেন দলে নেই।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।