ঢাকা: ইতালিয়ান লিগে টানা চার ম্যাচেই জয় পেল ইন্টার মিলান। রোববার (২০ আগস্ট) চিয়েভোর বিপক্ষে ১-০ গোলের জয় পায় রবার্তো মানচিনির শিষ্যরা।
স্বাগতিক হিসেবে ইন্টারের বিপক্ষে ভালোই প্রতিদ্বন্দ্বিতা গড়ে চিয়েভো। বল দখলের লড়াইসহ আক্রমণাত্মক ফুটবলে দু’দলই ছিল প্রায় সমানে সমান। ইন্টারের ন্যূনতম ব্যবধানের জয় সেটিই প্রমাণ করে।
প্রথমার্ধের ৪২ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার মাওরো ইকার্দির গোলে লিড নেয় ইন্টার। বিরতি থেকে ফিরে সমতায় ফিরতে আক্রমণের গতি বাড়ায় স্বাগতিকরা। কিন্তু, শেষ পর্যন্ত এক গোলেই খেলার নিষ্পত্তি ঘটে।
হেরে গেলেও পয়েন্ট টেবিলে তিন নম্বরে অবস্থান করছে চিয়েভো। চার ম্যাচ শেষে দুই জয়, এক ড্র ও এক পরাজয়ে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট।
নিজেদের পরবর্তী ম্যাচে হেলাস ভেরোনার মুখোমুখি হবে ইন্টার। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় খেলা শুরু হবে। একই সময়ে তুরিনোর বিপক্ষে মাঠে নামবে চিয়েভো।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
আরএম