ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী ম্যাচকে সামনে রেখে ৪১ জন ফুটবলারের বিশাল তালিকা প্রধাণ কোচ ফ্যাবিও লোপেজের হাতে। তালিকাটা চূড়ান্ত করতে ৫ দিনের সময়টাও এখন প্রান্তসীমায়।
সেটা আরো কঠিন হয়ে উঠেছে ফুটবলারদের ইনজুরি, মাঠে ছাত্রদের অনুপস্থিতি, হেমন্তের খ্যাপকাণ্ড ইস্যু এবং বৃষ্টির কারণে। অনুশীলনেও সবাইকে একত্রে পাচ্ছেন না লোপেজ। যে কারণেই সেরা ২৩ ফুটবলারকে বেছে নিতে বিলম্ব হচ্ছে তাঁর। দু’এক দিনের মধ্যে লোপেজ সংক্ষিপ্ত স্কোয়াড ঘোষণা করবেন বলে জানা গেছে।
প্রথম দুই-তিন দিনের অনুশীলনে ফিটনেসের উপরই গুরুত্ব দিয়েছেন লোপেজ। হালকা অনুশীলনের পর রোববার (২০ সেপ্টেম্বর) প্রাথমিক বাছাইকৃত ফুটবলারদের দুই ভাগে বিভক্ত করে প্রদর্শনী ম্যাচ খেলিয়েছেন। এক ঘন্টারও বেশি সময়ের অনুশীলনে হটাৎই বৃষ্টির আবির্ভাব। বিরূপ আবহাওয়ার কারণে কোচ তাই ছেড়ে দিয়েছেন শিষ্যদের।
প্রাথমিক দলটা অনেক বড়। কিন্তু ৪১ জন ফুটবলারকে একসঙ্গে এখনো উপস্থিত পাননি কোচ লোপেজ। রোববারের অনুশীলনে তো খেলোয়াড়দের অনুপস্থিতির হার উল্লেখযোগ্য। আকস্মিক পেটের পীড়ায় ভুগছেন আমিনুর রহমান সজিব, ফয়সাল মাহমুদ, সাখাওয়াত হোসেন রনি, শাহেদুল আলম এবং ইয়ামিন আহমেদ মুন্না। শুক্রবার রাত থেকে শারিরীকভাবে দুর্বল হয়ে পড়েছেন তারা। বাফুফের ক্যাম্পে ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে আছেন অসুস্থ খেলোয়াড়রা।
ইনজুরি শঙ্কায় এনামুল হককে অনুশীলন করাননি লোপেজ। চোট ভোগাচ্ছে রক্ষণ প্রহরী নাসির উদ্দিন চৌধুরীকেও। ওদিকে পেন্ডুলামের মতো দুলছে ক্যাম্পে সাময়িক নিষিদ্ধ থাকা হেমন্ত ভিসনেন্ট বিশ্বাসের ভবিষ্যৎ। ‘খ্যাপকাণ্ডে’ হেমন্তর শাস্তির সিদ্ধান্ত এখনো আসেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে।
প্রসঙ্গত, আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় শিষ্যদের অনুশীলন করাবেন লোপেজ। ঈদ-উল-আজহার ছুটির পর বিকেএসপিতে সেরা দল নিয়ে মিশন কিরগিজস্তান ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি শুরু করবেন মামুনুলবাহিনী।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
আরএসএল/ আরএম