ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জুভিদের কষ্টের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
জুভিদের কষ্টের প্রথম জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান সিরি আ’তে মৌসুমের প্রথম জয় পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাস। জেনোয়াকে ২-০ গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান রানার্সআপরা।



জুভিদের হয়ে এ ম্যাচে মাঠে নামেন বুফন, চিয়েলিনি, এভরা, লেমিনা, পল পগবা, কুয়াদ্রাদো,মান্দজুকিচ আর মোরাতার মতো তারকারা। বদলি হিসেবে মাঠে নামেন রবার্তো পেরেইরা, হার্নানেস আর জাজা।

দশ জনের জেনোয়ার বিপক্ষে জয় তুলে নিতে বেশ বেগ পেতে হয় পিরলো, তেভেজবিহীন জুভিদের। ৩৭ মিনিটের মাথায় প্রথম লিড নেয় জুভেন্টাস। পল পগবার উদ্দেশ্যে বল বাড়ান পেরেইরা। পগবা শট নিলে তা জেনোয়ার লামান্নার পায়ে লেগে নিজেদের জালেই জড়িয়ে যায়। ফলে, আত্মঘাতী গোলের সুবাদে ১-০তে এগিয়ে যায় জুভিরা।

ম্যাচের ৪৩ মিনিটে দশ জনের দলে পরিণত হয় জেনোয়া। লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান আরমান্দো।

খেলার ৬০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুন করে জুভেন্টাস। পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে গোল আদায় করেন পগবা। ফলে, ২-০ গোলে এগিয়ে যায় জুভিরা। আর নির্ধারিত সময় শেষে এই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে তারা।

এ জয়ের ফলে, ৪ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করল বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে উদিনিসের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া জুভিরা দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে হেরেছিল রোমার কাছে। আর তৃতীয় ম্যাচে কিয়েভোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে জুভেন্টাস।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।