ঢাকা: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্বটা কয়েকদিন আগে কাঁধে নিয়েছেন ফ্যাবিও লোপেজ। নিজেকে প্রমাণ করার জন্য মাত্র ৪ মাস সময় পেয়েছেন এ ইতালিয়ান।
তার আগেই আশার বানী শুনিয়ে দিলেন লোপেজ। সবকিছু ঠিক থাকলে কিরগিজস্তানের বিপক্ষে জয় অসম্ভব মনে করছেন না বাংলাদেশের কোচ।
অন্তর্বর্তীকালিন এই কোচের প্রথম বড় পরীক্ষাটা ১৩ অক্টোবর, বিশ্বকাপ বাছাইয়ে কিরগিজস্তানের বিপক্ষে। শক্তি, সামর্থ, ইতিহাস, মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান কোনো কিছুই বাংলাদেশের পক্ষ নেবে না। তার চেয়ে বড় কথা নিজেদের মাঠেই কিরগিজদের কাছে ৩-১ গোলে হেরেছিলেন মামুনুলরা। আর এবার তো প্রতিপক্ষের মাঠে লড়াই। ম্যাচটা আরো কঠিন হওয়ার কথা লাল-সবুজদের জন্য। কিন্তু ফুটবলীয় অনিশ্চয়তা এবং শিষ্যদের স্পৃহা লোপেজকে জয়ের স্বপ্নই দেখাচ্ছে।
বাংলাদেশের কোচ বললেন, ‘সবকিছু ঠিক থাকলে এবং খেলোয়াড়দের স্পৃহা থাকলে কিরগিজদের হারানো অসম্ভব কিছু নয়। ফুটবলীয় সৌন্দর্যই বলছে কোনো কিছুই অসম্ভব নয়। ’
কিরগিজবধ দূরে থাক কার্যত নিজের ঘরই সামলাতে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে লোপেজকে। দলের চোটাঘাত, ফুটবলারদের আকস্মিক অসুস্থতা এবং হেমন্ত ইস্যুতে চূড়ান্ত দল বেছে নেয়াটাও পরীক্ষায় ফেলবে ইতালিয়ান কোচকে। কিন্তু এ নিয়ে মোটেও উদ্বিগ্ন নন, মামুনুলদের শিক্ষক।
লোপেজ তো বলেই দিয়েছেন, ‘প্রাকৃতিক অবস্থা সম্পর্কে আপনার অবগত হওয়া দরকার। মাত্রাতিরিক্ত গরম থাকায় খেলোয়াড়রা অসুস্থ হয়ে পড়েছেন। তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন এবং অনুশীলনেও যোগ দিয়েছেন কয়েকজন। আশা করছি দ্রুতই সবকিছু গুছিয়ে নিতে পারব। ’ হেমন্ত ইস্যুতে স্বভাবতই প্রশ্ন এসেছে লোপেজের কাছে। অবশ্য এ প্রসঙ্গে নিজের অনীহার কথাই জানিয়েছেন ইতালিয়ান কোচ, ‘হেমন্তর বিষয়ে আমি কিছু বলতে চাই না। এটা ফেডারেশন দেখছে। ’
বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর ২০১৫
আরএসএল/এমআর