ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ছেলের নামে মেসির বুট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
ছেলের নামে মেসির বুট ছবি: সংগৃহীত

ঢাকা: গত ১১ সেপ্টেম্বর আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ঘরে নতুন অতিথি আসে। বিশ্ব ফুটবলের ক্ষুদে এ জাদুকর আবারো বাবা হন।

মেসি-অ্যান্তোনেল্লা রোকুজ্জো দম্পতি দ্বিতীয় ছেলের নাম দেন মাতেও।

বার্সেলোনার সেরা তারকা মেসি দ্বিতীয় ছেলের নামে নিজের বুট জোড়া বানিয়ে নিয়েছেন। বিশ্ব বিখ্যাত জার্মানির ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘অ্যাডিডাস’ মেসির এ বুট জোড়া বানায়। সেখানে মেসির দ্বিতীয় ছেলের নাম (মাতেও) লেখা ছিল।

২০১২ সালে মেসির প্রথম ছেলে থিয়াগো মেসির জন্ম হয়।

লা লিগায় অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে স্ত্রী’র পাশে থাকতে মেসি বার্সার অনুশীলনে যোগ দেননি। কাতালান ক্লাবটির অনুশীলন থেকে ছুটি নেন ইউরোপ সেরা এ ফুটবলার। অ্যাতলেতিকোর বিপক্ষে নতুন বুটজোড়া পায়ে গলিয়ে মাঠে নামতে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে রোমার বিপক্ষে ‘মাতেও’ লেখা বুট পায়ে গলিয়ে মাঠে নামেন ইউরোপ সেরা ফুটবলার।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কাতালানদের অফিশিয়াল মেসির পুত্র সন্তান হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল। তবে, সে সময় নবজাতকের নাম নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। পরে মেসির ভাই ম্যাথিয়াস টুইটারের মাধ্যমে নিশ্চিত করেন মেসির দ্বিতীয় ছেলের নাম মাতেও। প্রথমে স্প্যানিশ মিডিয়ায় জানানো হয় মেসির দ্বিতীয় সন্তানের নাম বেঞ্জামিন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।